সাইলোকোরাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাইলোকোরাস'
ডিমসহ সাইলোকোরাস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিম্যালিয়া
পর্ব: আরথ্রোপোডা
শ্রেণী: আরাকনিডা
বর্গ: আরানাই
উপবর্গ: আরানেওমরফাই
পরিবার: পলসিডাই
গণ: সাইলোকোরাস
সিমন, ১৮৯৩
আদর্শ প্রজাতি
থেরিডিয়ন পুলুলাম
হেন্টসজ, ১৮৫০
গণ

পি. পুলুলাস
পি. সিমনি
 আরো অনেক

বৈচিত্র্য
সি. ৪০ স্পিসিস

সাইরোকোরাস পলিসিডাই গোত্রের একটি মাকড়শা।

বর্ণনা[সম্পাদনা]

সিলকোরাস প্রজাতির পেট হাম্পড ও ডিম্বাকৃতির হয়। আটটি চোখ দুটি সারিতে অবস্থিত।[১]

বিস্তৃতি[সম্পাদনা]

সর্বাধিক বর্ণিত প্রজাতি নিউ ওয়ার্ল্ড, বিশেষত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে পাওয়া যায়, কিন্তু অন্যান্য প্রজাতি দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়। পি। সিমনি শুধুমাত্র ইউরোপে পাওয়া যায়। পি. নিগ্রোমাকুল্যাটাসকে নিউ গিনি থেকে বর্ণনা করা হয়েছে, কিন্তু এটি বদলে গেছে।

নাম[সম্পাদনা]

গোত্রের প্রথম অংশটি প্রাচীন গ্রিক সাইলোস"নগ্ন" থেকে এসেছে। দ্বিতীয় অংশটি "নৃত্য" বা "আলাদা", এটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হতে পারে।

প্রজাতি[সম্পাদনা]

  1. Fitch 1963