ডমিনো ইফেক্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Domino effect events
(উপরে) ডোমিনো গুলো দাড়িয়ে রয়েছে, (নিচে) ডোমিনোসমূহ গতিশীল অবস্থায় আছে

ডোমিনো ইফেক্ট অথবা chain reaction হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা একটি প্রভাব; অর্থাৎ একই শিকলে বা চেইনের মধ্যে অবস্থানকালে একটি ঘটনা একদম একইরুপ অন্য ঘটনার সৃষ্টি করে, এক্ষেত্রে সবগুলো ঘটনাই একটি শৃঙ্খলের সাথে সংযুক্ত থাকে। উদাহরণস্বরুপ: অনেকগুলো তাস যদি দাঁড় করিয়ে রাখা যায়, একটিকে টোকা দিয়ে ফেলে দিলে এক এক করে পাশের তাসগুলোও পড়ে যাবে- এটা হচ্ছে ডোমিনো তত্বের মুল কথা।[১] বলবিদ্যা (mechanical) প্রভাবে, এটি অধিক পরিচিত এবং এনালজিতে ডোমিনোর (চিহ্ন বিশিষ্ট কাঠের ছোট চৌকোণা ঘুটি) ডোমিনোর শো হিসেবে ব্যবহৃত হয়। এটিকে চলন্ত ঘটনা সমুহেরর একটা সিরিজ বা পর্যায়ক্রম বলা যেতে পারে, যেখানে প্রতিটা ঘটনা ঘটনে সময়ের ব্যবধান খুবই স্বল্প। একে আক্ষরিক অর্থে (বাস্তব সংঘর্ষের পর্যবেক্ষণলব্ধ ঘটনা) ব্যবহার করা যেতে পারে আবার রুপক অর্থেও (একটি সিস্টেম যেমনঃ বিশ্বরাজনীতি বা অর্থনীতিতে নানা ঘটনা সংগঠিত হওয়ার জন্য ডোমেন প্রভাবকে দায়ী করা হয়)। এই ডোমিনো ইফেক্ট শব্দটি একইসাথে দুই অর্থে ব্যবহৃত হয়; যে ঘটনা অবশ্যম্ভাবী বা ঘটবে প্রায় নিশ্চিত সেখানেও এটি ব্যবহার করা হয় আবার যা অসম্ভব (যে ডোমিনো টা বামে দাড়িয়ে) এরকম বিপরীত ঘটনার ক্ষেত্রেও এও শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

Relevant physical theory:

Mathematical theory

Political theory

Social

মিডিয়াতে উপস্থিতি[সম্পাদনা]

  • ডোমিনো ডে – সবচেয়ে বেশি সংখ্যক ডোমিনো পাথরের পরে যাওয়ার বিশ্ব রেকর্ড।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "domino effect"The Free Dictionary। Farlex, Inc.। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৪ 

আরো পড়ুন[সম্পাদনা]