বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Snthakur/সুতানুটি পরিষদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুতানুটি পরিষদ নামক পাতাটির পুনরুদ্ধার[সম্পাদনা]

২০১৪ সালের প্রথম দিকে সুতানুটি পরিষদ নামক পাতাটির শুরু করেছিলাম,পরে ১৬ মার্চ ২০১৪ ০৩:২৫ পাতাটি কোনও কারণে অপসারিত হয়েছে (০৩:২৫, ১৬ মার্চ ২০১৪ NahidSultan (আলোচনা | অবদান) কর্তৃক সুতানুটি পরিষদ পাতাটি অপসারিত হয়েছে) । নতুন করে পাতাটিকে শুরু করতে চাই। এক্ষেত্রে উক্ত পাতাটি অপসারনের আগে কি অবস্থায় ছিল তা দেখার জন্য পাতাটির পূর্ববর্তী অবস্থা দেখা প্রয়োজন। পুরনো পাতাটির পুনরুদ্ধার সম্ভব? সম্ভব হলে কিভাবে তা করবো?

Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ১৬:৪৫, ২০ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Snthakur: এই নিন।
'''সুতানুটি পরিষদ''': আদি কলকাতার সুতানুটি গ্রামাঞ্চল ও বর্তমানে ভারতের উত্তর [[কলকাতা]]য় এই পরিষদটি অবস্থিত।কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবস [[সুতানুটি উত্সব]] নামে পরিচিত,পরিষদটির সদস্য দ্বারা ২৪শে আগস্ট কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়,এ ছাড়াও বিভিন্য সময়ে অন্যান্য অনুষ্ঠানও পরিচালিত হয় ।আদি কলিকাতার ইতিহাস,স্থাপত্য,সংস্কৃতি ইত্যাদি ধরে রেখে বর্তমান ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার জন্য এই পরিষদটি খুবিই তাত্পর্যপূর্ণ।

== বহিঃসংযোগ ==
* [http://www.sutanutiparishad.org/ SUTANUTI PARISHAD - Preserving our Heritage, retrieved on 2013-09-10]

[[বিষয়শ্রেণী:কলকাতার ইতিহাস]]

তবে আপনি কি নিশ্চিত এটি এখন উল্লেখযোগ্য? --আফতাব (আলাপ) ১৭:৩৩, ২০ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন