ওয়ান্ডারলা
ওয়ান্ডারলা হলিডেস লিমিটেড, ভারতে চিত্তবিনোদন পার্ক নির্মাতা এবং পরিচালনাকারী একটি কোম্পানি৷ এর প্রধান কার্যালয় ভারতের বেঙ্গালুরু হতে ২৮ কিলোমিটার(১৭ মাইল) দূরে বিদাদি এর নিকটে অবস্থিত৷ কোম্পানিটির পরিচালক হচ্ছেন কোচুসেফ চিট্টিলাপিল্লি এবং তার সন্তান অরুণ চিট্টিলাপিল্লি৷ ওয়ান্ডারলা নির্মিত এবং পরিচালিত প্রধান থিম পার্কটি একই ঠিকানায় অবস্থিত এবং এটি হচ্ছে কোম্পানটির নির্মিত দ্বিতীয় থিমপার্ক৷ এ পার্কটি ২০০৫ সালের অক্টোবর মাস হতে চালু হয়৷ পার্কটি ৮২ একর(৩৩ হেক্টর) জায়গা জুড়ে অবস্থিত৷ কোম্পানিটির নির্মিত প্রথম বিনোদন পার্ক, ওয়ান্ডরলা কচি ২০০০ সালে নির্মিত হয়৷ কোম্পানিটির তৃতীয় পার্ক নির্মিত হয় ২০১৬ সালের এপ্রিল মাসে৷ পার্কগুলো নির্মানের পেছনে ৭.৫ বিলিয়ন এর অধিক রূপি(প্রায় ১১০ মিলিয়ন ইউএস ডলার) খরচ করা হয়েছে৷[১]
আইপিও এবং নতুন প্রকল্পসমূহ
[সম্পাদনা]ওয়ান্ডারলা পরিচালিত প্রথমদিককার পার্কগুলো পার্কে ভ্রমণকারী দর্শকদের নিকট যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে৷ এ ভিত্তিতে ওয়ান্ডারলা হলিডেস লিমিটেড কর্তৃক প্রাথমিক ১৮০ কোটি রূপির পাবলিক অফারিং এর পক্ষে প্রচুর সারা পাওয়া যায়৷ আইপিও হতে প্রাপ্ত অর্থাদি কোম্পানিটির হায়দ্রাবাদে নির্মিত পার্কের জন্য ব্যয়ের পরিকল্পনা করা হয়৷[২][৩]
শাখাসমূহ
[সম্পাদনা]ব্যাঙ্গালুরু
[সম্পাদনা]এখানে ওয়ান্ডারলার ডাঙার উপর ও পানিতে মোট ৫৫ টি রাইড আছে৷
পার্কটিতে বিভিন্ন রাইড, ওয়াটার রাইড, মিউজিক্যাল ফাউন্টেন, লেজার শো এবং ভার্চুয়াল আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদি রয়েছে৷ পার্কটিতে রয়েছে প্যাঁচানো রেইন শাওয়ার সংযুক্ত একটি ড্যান্স ফ্লোর৷ এছাড়া ব্যাঙ্গালুরুর এ ওয়ান্ডারলা পার্কটিতে বিশেষ করে শিশুদের জন্য আকর্ষনীয় বেশ কিছু রাইড রয়েছে৷ এখানে বাচ্চাদের জন্য ফ্রি ফল রাইড রয়েছে৷ শীতকালে পার্কটির পুলের পানি গরম রাখার জন্য সোলার সিস্টেমের বন্দোবস্থ রয়েছে৷
এখানে ১,০০০ লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন কনফারেন্স সুবিধা রয়েছে এবং প্রায় ১,১৫০ জন লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন পাঁচটি রেস্টুরেন্ট রয়েছে৷ এছাড়া পার্কটিতে লকার রূম রয়েছে, যেখানে ২,৩৫০ টিরও বেশি লকার রয়েছে৷ এখানে রয়েছে রেস্টরূম এবং শাওয়ার৷ এমনকি পার্কটিতে ফার্স্ট এইড সুবিধা বিদ্যমান রয়েছে৷ পার্কটি ২০১২ সালে এর রিসোর্ট চালু করে, যা ১,০০,০০০ বর্গফুট স্থান জুড়ে ও ৮৪টি কক্ষ নিয়ে হোটেল কমপ্লেক্স নিয়ে গঠিত৷ রিসোর্টটিতে শিশুদের খেলার এবং বিনোদনের অন্যান্য মাধ্যম রয়েছে৷[৪] ব্যাঙ্গালুরুর ওয়ান্ডারলা ২০১৪ সালে বিনোদনমূলক পার্ক হিসাবে ট্রিপ এডভাইজার দ্বারা ভারতের মধ্যে ১ম এবং এশিয়ার মধ্যে ৭ম স্থান লাভ করে৷[৫]
পার্কটি ২০১৬ সালে একটি নতুন রোলার কোস্টার চালু করার সিদ্ধান্ত নেয়৷ পূর্বে এ ধরনের রোলার কোস্টার আলবামা অ্যাডভেঞ্চার এ জুমেরাং হিসাবে পরিচালিত হয়েছে৷
কচি
[সম্পাদনা]ওয়ান্ডারলা হলিডেস লিমিটেড কচিতে জনপ্রিয় ওয়ান্ডার লা অ্যামিউজমেন্ট পার্কটি পরিচালনা করে৷ এ পার্কটিকে ২০১১ সালের পূর্বে ভিগাল্যান্ড বল ডাকা হতো৷ কিন্তু ২০১১ সালের এপ্রিলে পার্কটির নতুন নামকরণ হয়৷[৬] পার্কটি কচি শহর হতে ১২ কিলোমিটার(৭.৫ মাইল) দূরে পাল্লিককারাতে একটি পাহাড়ের উপর অবস্থিত৷ পার্কটি ২০০০ সালে নির্মিত হয় এর নকশা তৈরি করেন স্থপতি জোসেফ জন৷
হায়দ্রাবাদ
[সম্পাদনা]হায়দ্রাবাদের ওয়ান্ডারলা পার্ক সকল বয়সী লোকের বিনোদনের জন্য উপযুক্ত একটি পার্ক৷ ৫০ একর স্থান জুড়ে অবস্থিত পার্কটিতে ডাঙার ২৫ টি রাইড এবং ১৮ টি পানির বা ওয়াটার রাইড রয়েছে৷[৭] পার্কটি হায়দ্রাবাদ শহর হতে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত৷
ভবিষ্যত পরিকল্পনা
[সম্পাদনা]তামিল নাড়ুতে অনুষ্ঠিত “গ্লোবাল ইনভেস্টরস মিট ২০১৫” এ ওয়ান্ডারলা চেন্নাইতে ৫৫ একর(২,২০,০০০ বর্গ মিটার) স্থান জুড়ে ৩ বিলিয়ন রূপি(প্রায় ৪৫ মিলিয়ন ইউএস ডলার) খরচে একটি অ্যামিউজমেন্ট পার্ক নির্মানের পরিকল্পনার কথা প্রকাশ করে৷[৮] এছাড়াও কোম্পানিটি অন্ধ্র প্রদেশে ৫০ একর(২,০০,০০০ বর্গ মিটার) স্থান জুড়ে ২ বিলিয়ন রূপি(প্রায় ৩৭ মিলিয়ন ইউএস ডলার) খরচে অপর একটি অ্যামিউজমেন্ট পার্ক নির্মানের পরিকল্পনার কথা ব্যক্ত করে৷[৯]
উল্লেখ
[সম্পাদনা]- ↑ Jitendra Kumar Gupta। "Wonderla: Worth the ride"। Business-standard। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "Wonderla Holidays IPO oversubscribed 38 times on last day"। Livemint। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Suresh Krishnamoorthy। "Wonderla to set foot in Hyderabad with water theme park"। Thehindu। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "Five amusement parks in India feature among top 25 in Asia"। economictimes.indiatimes। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "Wonderla"। cleartrip.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Wonderla Amusement Park in Bangalore, Kochi, Hyderabad"। Advicesacademy। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "Wonderla Hyderabad Amusement Park Launched"। telanganatourisminfo। ২০ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Aparna Ramalingam (10 September 2015)। "Global Investors Meet: Wonderla signs MoU with TN govt to set up amusement park in Chennai"। The Times of India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "Wonderla Holidays to invest 250 crore in AP"। The Times of India.Visakhapatnam। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।