ব্যবহারকারী:শান্তনু চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি শান্তনু চট্টোপাধ্যায়। কেউ কেউ আমাকে শান্তু বলে ডাকে! ভালবাসি বই পড়তে বিশেষ করে ধ্রুপদী, এছাড়াও মুভি দেখতে, গান শুনতে এবং উইকি থেকে শুরু করে ওয়েব এ ঘুরাঘুরি করতে। নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশুনা করছি। বিষয় - বাংলা ভাষা। আমার আগ্রহ বাংলা উইকিপিডিয়ার মান উন্নয়ন করা এবং এইরূপে বাংলা ভাষার প্রচার ও প্রসার করা, বিশেষত ডিজিটাল দুনিয়ায়।

প্রিয় ছবিঃ আগন্তুক, হীরক রাজার দেশে, মেঘে ঢাকা তারা, যুক্তি তক্কো ও গপ্পো। এছাড়া চার্লি চ্যাপলিনের প্রায় সব মুভি, ১২ 12 Angry Men,

প্রিয় গায়কঃ কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায় থেকে শুরু করে অরিজিত সিং, শ্রেয়া ঘোষাল।

প্রিয় লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর,