জেরাল্ড অ্যাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেরাল্ড অ্যাশ একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী।

জীবনী[সম্পাদনা]

অ্যাশ ১৯৪২ সালের ১ অগাস্ট নিউ জার্সির প্যাটারসনে জন্মগ্রহণ করেন। তিনি রুটজার্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্র অর্জন করেন। ১৯৭২ সালে বেল ল্যাবসে যোগদান করেন এবং ১৯৭৬ সালে রাউটিং স্টাডিজ গ্রুপের সুপারভাইজর হন। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ১৯৬৫ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৬৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল লাভ করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]