উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/WikitanvirBot

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

WikitanvirBot[সম্পাদনা]

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: WikitanvirBot
  • পরিচালক: Wikitanvir
  • কাজ: নিয়মতি রক্ষণাবেক্ষণ কাজ
  • প্রোগ্রামিং ভাষা: পাইউইপিডিয়া
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল উভয়-ই
  • সম্পাদনার হার: প্রতি মিনিটে সর্বোচ্চ ৮-১০
  • বিস্তারিত: এই বটটি দীর্ঘ সময় আন্তঃউইকি বট হিসেবে ব্যবহার হয়ে এসেছে। আমি তাই এটিকে এই উইকিসহ অন্য সকল উইকিতেও অন্য কাজ থেকে বিরত রেখেছিলাম। কিন্তু বর্তমানে আন্তঃউইকি বট হিসেবে এটিকে চালানোর আর কোনো পরিকল্পনা নেই। এখন অনুমোদন পেলে এই বটটির মূল কাজ হবে আমার অন্য সক্রিয় বটটির কাজগুলো করা। একটি বট অ্যাকাউন্ট থেকে কাজ করা এখন কারিগরী ও রক্ষণাবেক্ষণের দিক থেকে চিন্তা করলে আমার পক্ষে সুবিধাজনক। এই বট অ্যাকউন্টের বাংলা উইকিপিডিয়াতে প্রায় ২১ হাজার সম্পাদনাসহ গ্লোবালি প্রায় ৪১ লক্ষ সম্পাদনা রয়েছে।

তানভির০৬:০৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা[সম্পাদনা]

যেহেতু তানভির ভাইয়ের এরপূর্বে বট পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং পূর্বের বটটি স্থানান্তর করা হবে সেক্ষেত্রে আমি এই আবেদনকে পূর্ণ সমর্থন দিচ্ছি। সেই সাথে যেহেতু বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাটরা একটিভ নন, তানভির ভাই বর্তমানে একটিভ রয়েছেন সেক্ষেত্রে আমি এটিও সাথে সাথে এনডোর্স করছি যে (যেহেতু সাতদিন হতে চলল), তিনি ব্যুরোক্র্যাট হিসেবে এই আবেদনটি ক্লোজ করলে আমার কোন আপত্তি থাকবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আমি এ করতে পারি, আর এটা কোনো বিতর্কিত সিদ্ধান্তও নয়। কিন্তু সাবধানতার জন্য আমি আরও ব্যবহারকারীর মতামত আশা করছি। — তানভির১৪:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
তানভির ভাই পূর্ব থেকেই বট চালিয়ে এসেছেন এবং তিনি একজন ব্যুরোক্র্যাট। উইকির প্রয়োজনে উনার বটকে অনুমোদন দিতে কারও আপত্তি থাকার কথা নয়। বিশেষ করে আমার নেই।--কায়সার আহমাদ (আলাপ) ১৪:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে। ঢাকার বাইরে থাকাতে বট ফ্ল্যাগ দিতে দেরি হয়েছে। দেরির জন্য দুঃখিত। - --বেলায়েত (আলাপ | অবদান) ১৪:০১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত ভাইকে অনেক ধন্যবাদ। — তানভির১৪:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
জুন, ২০০৯ থেকে সক্রিয় আছেন এবং  বর্তমান ব্যুরোক্র্যাট এমন একজন হচ্ছেন তানভির রহমান ভাই (আমার মতে) । আমি মনে করি , তিঁনি একজন " পোড় খাওয়া ব্যুরোক্র্যাট " (সম্মানার্থে) । আমার মতামত হল , তাকে অনুমোদন দেওয়া হোক । Muḥammad (আলাপ) ১৫:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]