ইয়াসের সেইরাওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াসের সেইরাওয়ান
পূর্ণ নামياسر سيروان
দেশ যুক্তরাষ্ট্র
খেতাবগ্র্যান্ডমাস্টার
ফিদে রেটিং২৬৩৪
(জুলাই ২০০৮ ফিদে রেটিং-এ ৯৬তম)
সর্বোচ্চ রেটিং২৬৫৩ (জুলাই, ১৯৯৯)

ইয়াসের সেইরাওয়ান (ইংরেজি: Yasser Seirawan, আরবি ভাষায়: ياسر سيروان) (জন্ম ২৪শে মার্চ, ১৯৬০) একজন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার[১] এবং ৪-বারের মার্কিন চ্যাম্পিয়ন দাবাড়ু।[২][৩] তিনি ১৯৭৯ সালে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেন। দাবা বিষয়ক লেখক ও ভাষ্যকার হিসেবেও তিনি খ্যাতি লাভ করেছেন।

সেইরাওয়ান ১৯৬০ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন আরব এবং মা নটিংহামের একজন নার্স ছিলেন। তিনি ছোটবেলার কিছু সময় নটিংহামে কাটান। সাত বছর বয়সে তিনি পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অভিবাসী হন। সেখানে তিনি ম্যাক্লুর মিডল স্কুল ও গারফিল্ড হাই স্কুলে পড়াশোনা করেন। সেসময় দ্য ল্যাস্ট এগ্‌জিট অন ব্রুকলিন (The Last Exit on Brooklyn) নামের এক কফিহাউসে (বর্তমানে পরিত্যক্ত) তিনি তার দাবা খেলার অনুশীলন করতেন। সেইরাওয়ান ১২ বছর বয়সে দাবা খেলা শুরু করেন। ১৩ বছর বয়সে তিনি ওয়াশিংটন অঙ্গরাজ্যের জুনিয়র চ্যাম্পিয়ন হন। ১৯ বছর বয়সে তিনি বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন শিরোপা জয় করেন।

টুর্নামেন্ট স্তরে যে স্বল্পসংখ্যক দাবাড়ু গ্যারি কাসপারভ এবং আনাতোলি কারপভকে পরাজিত করেছেন, তাদের মধ্যে ইয়াসের অন্যতম। তিনি বর্তমানে ইভেট নাগেল-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ।[৪]

লেখালেখি[সম্পাদনা]

ইয়াসের সেইরাওয়ান বেশ কিছু দাবার বই লিখেছেন। এগুলি হল:

  • Play Winning Chess
  • Winning Chess Tactics
  • Winning Chess Strategies
  • Winning Chess Openings
  • Winning Chess Endings
  • Winning Chess Brilliances
  • Winning Chess Combinations

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIDE Chess Profile"। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩ 
  2. "28th US Championship and World Championship Zonal; 1981"। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩ 
  3. "YASSER SEIRAWAN"। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩ 
  4. "Interview with Yasser Seirawan"। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]