সমুদ্রদানব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সমুদ্রদানব হচ্ছে সাগরে বসবাসকারী পৌরাণিক বা কিংবদন্তির প্রাণী, প্রায়ই যাদের বিশাল আকারের অধিকারী বলে বিশ্বাস করা হয়। জলজ দানবরা বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন সাগরড্রাগন, সমুদ্রসর্প, অথবা বহু বাহুবিশিষ্ট জীব; তারা পিচ্ছিল বা আঁশযুক্ত হতে পারে, প্রায়ই পানির ধারা নিক্ষেপ করে থাকে। তাদের প্রায়ই জাহাজ আক্রমণকারীরূপে চিত্রিত করা হয়।