মিডিয়াউইকি আলোচনা:Sitenotice

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিবর্তন ও বানান[সম্পাদনা]

উপরের নোটিশটির প্রশাসনসংক্রান্ত বানানটি ভুল আছে। প্রসাশনসংক্রান্ত হবে না। অনিচ্ছাকৃত ভুল সংশোধনের অনুরোধ। আর নোটিশে স্পেস সেভ করার জন্য নীতিমালা নির্দেশাবলী, প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন, সাহায্য সূচী এবং সম্প্রদায়ের প্রবেশদ্বার এভাবে লেখা যায় কী না, তাও ভেবে দেখার অনুরোধ।--তানভির (আলাপ | অবদান) ০৪:০১, ৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত জরিপ[সম্পাদনা]

বেলায়েত ভাই অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত জরিপ যে নোটিশ রাখা হয়েছিল তা আলোচনা সাপেক্ষ কারন আউট্রেচয়ে এমন ক্থা বলা হয় নি যে এখানে এটার প্রচার চালাতে হবে। তাই বাদ দিলাম, আলোচনা সাপেক্ষে আবার ফিরিয়ে আনা যাবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:১৯, ২৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশাসকদের আলোচনা সভাতে স্পষ্ট এই লিঙ্ক যুক্ত করা হয়েছে। যদি বার্তাটিতেও এ লিংকের প্রয়োজন থাকতো তো আপনিসহ অন্য যে কেউ তা যুক্ত করে দিতে পারতেন। তা না করে বার্তাটি সরিয়ে ফেলা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে? এখানে এটার প্রচারণা এই জন্য চালাতে হবে যে, বাংলা উইকিপিডিয়ার মত ছোট উইকি থেকে কিছু তথ্য ঐ প্রকল্পে দিলে তাতে উইকিপিডিয়ার কোন ক্ষতি নেই, তাতে সকল উইকিপিডিয়াই লাভবান হবে। এর উদ্দেশ্য বিধেয় সবইতো ঐ লিঙ্কে ছিল। ভাল করে পড়লেই আর কোন প্রশ্ন করার প্রয়োজন হতো না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১১, ২৪ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশে ব্যবহৃত "অ"-এর ছবি[সম্পাদনা]

সাইটনোটিশের বাংলা দেখার সাহায্যের পাশে "অ"-এর এই ছবিটি দেওয়া হয়েছে। ছবিটি বিঞ্চুপ্রিয়া মণিপুরী উইকি থেকে নেওয়া বলে মন্তব্য অংশ আপলোডার উল্লেখ করেছেন, কিন্তু সোর্স বা লাইসেন্সের কোনো তথ্যই সেখানে নেই; উপরন্তু মুছে ফেলার একটি নোটিশও ঝুলছে। যেহেতু আমরা নিজেরাই ছবির লাইসেন্স ও উৎস নিয়ে বেশ কড়াকড়ি করি, তাই আমার মতে এটি অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। নতুন ছবি হিসেবে আমি পাশের ছবিটা প্রস্তাব করছি। — তানভিরআলাপ০৭:৫২, ২৬ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী[সম্পাদনা]

বন্ধ করুন[সম্পাদনা]

Hello, good news! Thanks to FreedomFighterSparrow and Brion, unregistered users can now hide the sitenotice again. Previously, they were forced to see it continuously.

In all cases, please use the sitenotice with care, and keep in mind that occasional visitors see sitenotices on all their visits, if they visit less than once a month or they don't click "dismiss" and save a cookie. Nemo ১৫:৪৩, ২৪ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]