ব্রেন্ডন আইচ
ব্রেন্ডন আইচ | |
---|---|
জন্ম | ১৯৬১ (বয়স ৬২–৬৩) পিটসবার্গ, পেনসিলভানিয়া |
মাতৃশিক্ষায়তন | ইলিনয় বিশ্ববিদ্যালয়, আরবানা-শ্যাম্পেইন |
পেশা | সিইও, মজিলা কর্পোরেশন |
পরিচিতির কারণ | জাভাস্ক্রিপ্ট |
ওয়েবসাইট | brendaneich |
ব্রেন্ডন আইচ (ইংরেজি: Brendan Eich) (জন্ম: ১৯৬১)[১] একজন মার্কিন প্রজুক্তিবিদ ও কম্পিউটার প্রোগ্রামার। আইচ জাভাস্ক্রিপ্ট নামক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জনক হিসেবে সুপরিচিত। ব্রেন্ডন মজিলা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত থেকে ৩ এপ্রিল সিইও এবং মজিলা ফাউন্ডেশন পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। [২]
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]ব্রেন্ডন আইচ সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৮৫ সালে তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয়েস এট আর্বানা শ্যাম্পেইন থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেনে।
আইচ তার কর্মজীবন শুরু করেন সিলিকন গ্রাফিক্সের মাধ্যমে। সিলিকন গ্রাফিক্সে একাদিক্রমে ৭ বছর অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্ক কোড নিয়ে কাজ করেন। সিলিকন গ্রাফিক্সের ছাড়ার পর ব্রেন্ডান মাইক্রোইউনিটি সিস্টেমস ইঞ্জিনিয়ারিং ইঙ্ক ৫ বছর কাজ করেন। মাইক্রোইউনিটিতে তিনি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ও মাইক্রো কার্নেল নিয়ে কাজ করেন। এছাড়াও ব্রেন্ডান প্রথম মিপস (মাইক্রোপ্রসেসর উইদাউট ইন্টারলকড পাইপলাইন স্টেজেস) আর ৪০০০ নিয়ে কাজ করেন।
নেটস্কেপ ও জাভাস্ক্রিপ্ট
[সম্পাদনা]১৯৯৫ সালে ব্রেন্ডান নেটস্কেপ কমিউনিকেশন কর্পোরেশনে তার কর্মজীবন শুরু করেন। কথা ছিল ব্রেন্ডান নেটস্কেপ ন্যাভিগেটরের জন্য স্কিম নামক প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করবেন কিন্তু পরবর্তীতে তাকে সম্পূর্ণ একটি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করার দায়িত্ব দেয়া হয়। কিছুদিনের মধ্যেই ব্রেন্ডান জাভা প্রোগ্রামিং ভাষার সাথে সাযুজ্য রেখে জাভাস্ক্রিপ্ট নামক একটি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করেন ও তা নেটস্কেপ ন্যাভিগেটর ২.০ বেটা নামক ওয়েব ব্রাউজারে সংযোজন করা হয়। তবে প্রথম তৈরি করা জাভাস্ক্রিপ্টের নাম রাখা হয়েছিলো মোচা। ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে মোচার নাম পরিবর্তন করে রাখা হয় লাইভস্ক্রিপ্ট। লাইভস্ক্রিপ্টের মাত্র কয়েকদিন পরই নাম বদল করে রাখা হয় জাভাস্ক্রিপ্ট। আইচ জাভাস্ক্রিপ্ট নিয়ে তার গবেষণা ও সংস্কার অব্যাহত রাখেন। জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার সময়ই তিনি স্পাইডারমাংকি নামক জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন তৈরি করেন যা বর্তমানে মোজিলা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Steve Lohr (১৯৯৬-০৯-০৯)। "Part Artist, Part Hacker And Full-Time Programmer"। New York Times।
- ↑ রিকোড ডট নেট
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Brendan's blog
- Brendan's Roadmap Updates ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০১১ তারিখে (Mozilla roadmap weblog)
- Brendan Eich on the Gillmor Gang July 2004 and December 2005
- Brendan's Netscape Joke Homepage
- Computerworld Interview with Brendan Eich on JavaScript
- ১৯৬১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জাভাস্ক্রিপ্ট
- মার্কিন প্রধান প্রযুক্তিবিদ
- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার
- ক্যালিফোর্নিয়া প্রোপজিসন ৮
- এলজিবিটি অধিকার
- মোজিলা ডেভলপার
- সমকামী বিবাহের বিরোধিতা
- পেনসিলভ্যানিয়া থেকে মানুষ
- পিটসবার্গ, পেনসিলভ্যানিয়া থেকে মানুষ
- এসজিআই মানুষ
- সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- আরবানা-শ্যাম্পেইনে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- নেটস্কেপ ব্যক্তি
- মার্কিন প্রযুক্তির প্রধান কার্যনির্বাহী
- সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইনের প্রাক্তন শিক্ষার্থী
- কম্পিউটার প্রোগ্রামার
- মার্কিন প্রযুক্তি প্রধান নির্বাহী