ব্যবহারকারী:Mayeenul Islam/ভ্রান্তি পুটুলি
বাঙালির সচরাচর করা ভুলগুলো
[সম্পাদনা]বাঙালি কিছু কিছু ভুল সচরাচরই করে। তখন আমার বড় আফসোস লাগে। সেরকম কিছু ভুল নিয়েই এই সংকলন:
[ভ্রান্তি এক]
"এ জাতীয় বিষয় বাঙালি আগেও দেখেছে..." : মানে "এই জাতীয় (national) বিষয়টি বাঙালি আগেও দেখেছে"।
"এজাতীয় বিষয় বাঙালি আগেও দেখেছে..." : মানে "এই প্রকারের বিষয় যেগুলো আছে, সেগুলো বাঙালি আগেও দেখেছে"।
[ভ্রান্তি দুই]
"কই মাছ এর মতো কঠিন প্রাণ" : মানে "কই মাছ, [...]-এর মতো কঠিন প্রাণ" (কিসের মতো কঠিন 'কই'?) উদাহরণ: ১৯৭৩ এর তেল সংকট
"কই মাছ-এর মতো কঠিন প্রাণ" : মানে "কই মাছের মতো কঠিন প্রাণ" (কই মাছ যেমন সহজে মরে না, তেমনটাই।) উদাহরণ: ১৯৭৩-এর তেল সংকট
[ভ্রান্তি তিন]
"গণসংখ্যা নিবেশনে, প্রাথমিকভাবে সংগৃহীত তথ্যকে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত গণসংখ্যাকে তালিকার মাধ্যমে উপস্থাপিত হয় যা অনুসন্ধানকারীর নিকট সহজ ও সুস্পষ্ট হয়ে ওঠে, তাই গণসংখ্যা নিবেশনের গুরুত্ব অপরিসীম।" ...বাঙালি এভাবেই বড় বাক্যে ব্যাকরণিক ভুল করে থাকে।