পুলিন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পুলিন্দ (সংস্কৃত: पुलिंद) ছিল একটি প্রাচীন ভারতীয় উপজাতি। তারা সম্ভবত মধ্যভারতের বিন্ধ্য পর্বতমালা অঞ্চলে বাস করত।[১][২] অশোকের শিলালিপিতে (২৬৯-২৩১ খ্রিষ্টপূর্বাব্দ) পুলিন্দ উপজাতি, তাদের রাজধানী পুলিন্দ-নগর ও পার্শ্ববর্তী উপজাতিদের বর্ণনা আছে। এই বর্ণনার ভিত্তিতে মনে করা হয়, তাদের রাজধানী বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুর জেলায় অবস্থিত ছিল।[৩] অন্যমতে, পুলিন্দ শব্দটি থেকেই "বুন্দেলখণ্ড" নামটির উৎপত্তি। তবে এই মত বিতর্কিত।[২]

বিন্ধ্য পর্বতের সঙ্গে পুলিন্দ উপজাতির যোগ সুস্পষ্ট হলেও, মনে করা হয়, এদের কয়েকটি উপজাতীয় শাখা হিমালয়অসম অঞ্চলেও বসবাস করত।[৪] তাদের হিমালয়ে বসবাসকারী শাখাটিকে ভারতীয় সাহিত্যে কিরাত বলে উল্লেখ করা হয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hemchandra Raychaudhuri (১৯৫৩), Political history of ancient India: from the accession of Parikshit to the extinction of the Gupta dynasty, University of Calcutta, সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৬, ... Pulindas who are invariably associated with the Nerbudda (Reva) and the Vindhyan region ... 
  2. Kirit K. Shah (১৯৮৮), Ancient Bundelkhand: religious history in socio-economic perspective, Gyan Books, আইএসবিএন 8121201896, সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৬, ... Tripathi based his views on philological laws and attempted to trace the root of the word 'Bundela' from the ancient tribe of the Pulindas who inhabited the region ... Brahmanda and Matsya Puranas place the country of the Pulindas in the Vindhya region. So does Kalidasa ... 
  3. Devadatta Ramkrishna Bhandarkar (২০০০), Aśoka, Asian Educational Services, আইএসবিএন 8120613333, সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৬, ... in Rock Edict XIII ... we have to place them somewhere to the north or the north-east of the Andhras ... In the Vayu-Purana, the southern branch of the Pulindas has been placed side by side with the Vindhya-muliyas ... their capital is mentioned as Pulinda-nagara and their kingdom as contiguous with the Chedi country ... the Jubbulpur District ... 
  4. D.C. Sircar (১৯৯০), Studies in the geography of ancient and medieval India, Motilal Banarsidass Publishers, আইএসবিএন 8120806905, সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৬, ... The Pulindas were a hill tribe usually connected with the Vindhyan range. Partiger notices several branches of the Pulinda tribe, viz. (1) a western branch, (2) a Himalayan branch related to the Kiratas and Tanganas, and (3) a southern branch ... 

বহিঃসংযোগ[সম্পাদনা]