বিষয়বস্তুতে চলুন

টমাস রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Sir Thomas Roe

স্যার টমাস রো (ইংরেজি: Sir Thomas Roe) (c. ১৫৮১ – ৬ নভেম্বর ১৬৪৪) ছিলেন একজন এলিজাবেথীয় এবং জ্যাকোবীয় যুগের ইংরেজ কূটনীতিক। তিনি ১৬১৪ থেকে ১৬৪৪ সনের বিভিন্ন সময়ে হাউজ অফ কমন্সে বসতেন। তিনি ছিলেন বিদগ্ধ পণ্ডিত এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

A Dutch account of Sir Thomas Roe's travel to Jahangir's court

বাণিজ্যের ক্ষেত্রে সুনজর পাবার আশায় ১৬১৫ খ্রিষ্টাব্দে স্যার টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমস-এর দূতরূপে নির্ভেজাল বাণিজ্যনীতি নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এবং আজমীর, মাণ্ডু ও আহমদাবাদে ১৬১৮ পর্যন্ত তিন বছর অবস্থান করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]