খেলনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাচ্চাদের জন্য তৈরি প্লাষ্টিকের খেলনা

খেলাধূলায় ব্যবহৃত সামগ্রীই খেলনা। সাধারণতঃ শিশুরা আর ঘরে পোষা জীবজন্তুরাই খেলনা নিয়ে খেলে, যদিও প্রাপ্তবয়স্কদের বা বন্য প্রাণীদের খেলনা নিয়ে খেলা অস্বাভাবিক কিছু নয়। খেলনা হিসেবে প্রচুর কিছু বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। আবার খেলার জন্য তৈরি করা হয়নি এমন যে কোন কিছুকেই খেলনা হিসেবে কল্পনা করে তা নিয়ে কেউ খেলতে পারে — ঘরের যে কোন জিনিসকে এরোপ্লেন ভেবে নিয়ে 'উড়িয়ে' নিয়ে যেতে পারে একটি শিশু, আবার একটা পাইন কোনকে থাপড়ে, চাপড়ে, তাড়া করে, শূন্যে ছুঁড়ে খেলতে পারে কোন প্রাণী। কিছু কিছু খেলনা আবার প্রাথমিকভাবে শুধুমাত্র খেলনা সংগ্রহকারীর জন্যই তৈরি করা হয়, খেলার জন্য নয়।

ইতিহাস[সম্পাদনা]

খেলনার সৃষ্টি প্রাগৈতিহাসিক কালে; বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে শিশুদের খেলনার উপকরণ খুঁজে পাওয়া গেছে।[১]

আধুনিক খেলনা[সম্পাদনা]

খেলনার চাহিদা ও বাণিজ্যিক উৎপাদন[সম্পাদনা]

খেলনার ধরণ[সম্পাদনা]

খেলনা নানা ধরনের হয়ে থাকে।[২]

শিক্ষামূলক খেলনা[সম্পাদনা]

শিক্ষামূলক খেলনা [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. A BRIEF HISTORY OF TOYS
  2. [১]
  3. Global Educational Toys Market