রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
RSBY logo

রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা(ইংরেজি: Rashtriya Swasthya Bima Yojana) রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কেন্দ্রীয় শ্রমিক ও নিয়োগ মন্ত্রকের একটি প্রকল্প [১]। দারিদ্র্য সীমার নিচের(বিপিএল) পরিবারদের জন্যও করা ,স্মার্ট কার্ড ভিত্তিক অর্থ বিনা স্বাস্থ্য বীমা প্রকল্প। বর্তমানে দারিদ্র্য সীমার উপরেও এই প্রকল্পটি প্রসারিত[২]। আরএসবিওয়াই বা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার অধীনে সুবিধাপ্রাপকরা– হাসপাতালে ভর্তি হতে হয় এমন রোগের জন্য বাৎসরিক ৩০হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবে [১]।পরিবারের ৫ জন পর্যন্ত এই ব্যবস্থার সুবিধা পাবে, যার মধ্যে গৃহকর্তা,উনার স্ত্রী এবং ৩ জন পর্যন্ত নির্ভরশীল ব্যক্তি এর আয়োতায় থাকতে পারবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

RSBY

[১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]