সিলভেস্টার
অবয়ব
সিলভেস্টার | |
---|---|
লুনি টিউনস চরিত্র | |
প্রথম উপস্থিতি | নটি বাট মাইস (আদি সংস্করণ) ২০ মে ১৯৩৯ লাইফ উইথ ফেদারস (অফিসিয়াল সংস্করণ) ২৪ মার্চ ১৯৪৫ |
স্রষ্টা | Friz Freleng |
কণ্ঠ প্রদান | মেল ব্ল্যাঙ্ক (১৯৪৫-১৯৮৯) জো এলাসকি (১৯৯০-২০১১) জেফ বার্গম্যান (১৯৯০-১৯৯৩, ২০০৭, ২০১১-বর্তমান) গ্রেগ বার্সন (১৯৯৩-১৯৯৭) বিল ফার্মার (১৯৯৬) টেরি ক্লাসেন (২০০১-২০০৬) জেফ ব্যানেট (২০০৩) এরিক বউজা (২০১৮) |
পূর্ণ নাম | সিলভেস্টার জ্যাকসন পুসিক্যাট |
প্রজাতি | ক্যাট |
লিঙ্গ | পুরুষ |
সন্তান | সিলভেস্টার জুনিয়র (পুত্র) |
সিলভেস্টার, লুনি টুনস ও মেরি মেলোডি কার্টুন সিরিজের একটি চরিত্র। [১] এটি ওয়ার্নার ব্রাদারস এর পণ্য। এর কন্ঠ দিয়েছেন মেল ব্ল্যাংক, যিনি ড্যাফি ডাক [২] এর ও কন্ঠ দাতা। লাইফ উইথ অ্যা ফেদারস (১৯৪৫)এ প্রথম আবির্ভাব। টুইটি বার্ড প্রধান প্রতিপক্ষ, অন্য প্রতিপক্ষরা হল, স্পিডি গঞ্জালেস, হিপেটি হপার ও লুনি টুনসের অন্যান্য চরিত্র। এর একটি ছেলে চরিত্র ও আছে, যার নাম সিলভেস্টার জুনিয়র।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sylvester a.k.a. Sylvester J. Pussycat Sr. a.k.a. Puddy Tat"। comicbookrealm। জুলাই ২৩, ২০১২।
- ↑ Lenburg, Jeff (১৯৯৯)। The Encyclopedia of Animated Cartoons। Checkmark Books। পৃষ্ঠা 140–142। আইএসবিএন 0-8160-3831-7। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২০।