বিষয়বস্তুতে চলুন

১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিক ফিল্ড হকি প্রতিযোগিতায় বলবীর সিং দোসাঞ্জের পাঁচ গোলের সহায়তায় নেদারল্যান্ডসকে ৬-০ গোলে পরাজিত করে ভারত স্বর্ণ পদক লাভ করে। ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী ভারতীয় দলের খেলোয়াড় লতিফ-উর-রহমান পাকিস্তানের হয়ে খেলতে নেমে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে গ্রেট ব্রিটেনের নিকট পরাজিত হন। []

অংশগ্রহণকারী

[সম্পাদনা]

বারোটি দেশের ১৪৪ জন হকি খেলোয়াড় ১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 
প্রথম স্তরদ্বিতীয় স্তরসেমি-ফাইনালফাইনাল
 
              
 
 
 
 
 ভারত
 
 
 
বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী
 
 ভারত
 
 
 
 অস্ট্রিয়া
 
 অস্ট্রিয়া
 
 
 
 সুইজারল্যান্ড
 
 ভারত
 
 
 
 গ্রেট ব্রিটেন
 
 গ্রেট ব্রিটেন
 
 
 
বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী
 
 গ্রেট ব্রিটেন
 
 
 
 বেলজিয়াম
 
 বেলজিয়াম
 
 
 
 ফিনল্যান্ড
 
 ভারত
 
 
 
 নেদারল্যান্ডস
 
 নেদারল্যান্ডস
 
 
 
বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী
 
 নেদারল্যান্ডস
 
 
 
 জার্মানি
 
 জার্মানি
 
 
 
 পোল্যান্ড
 
 নেদারল্যান্ডস
 
 
 
 পাকিস্তান তৃতীয় স্থান
 
 পাকিস্তান
 
  
 
বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী
 
 পাকিস্তান  গ্রেট ব্রিটেন
 
 
 
 ফ্রান্স  পাকিস্তান
 
 ফ্রান্স
 
 
 ইতালি
 

পদকপ্রাপ্তদের তালিকা

[সম্পাদনা]
স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
 ভারত (IND)
লেসলি ক্লডিয়াস
কেশব দত্ত
মেল্ড্রিক ডালুজ
চিনাদোরাই দেশমুতু
রঙ্গনাথন ফ্রান্সিস
গোবিন্দ পেরুমল
মুনিস্বামী রাজগোপাল
রঘুবীর লাল
ধরম সিং
বলবীর সিং
রনধীর সিং জেন্তলে
গ্রহনন্দন সিং
দিগ্বিজয় সিং
উধম সিং
 নেদারল্যান্ডস (NED)
আন্দ্রে বোয়ের্স্ত্রা
জুলস অ্যানসিওন
লাউ মুল্ডার
হ্যারী ড্রেক্স
হ্যান ড্রিজভার
ডিক এসার
রিপাই ক্রুজ
লিওনার্ড ওয়েরী
ডিক লগেরে
এডি টিয়েল
উইম ভন হীল
 গ্রেট ব্রিটেন (GBR)
ডেনিস কার্নিল
জন ককেট
জন কনরয়
গ্রাহাম ড্যাডস
ডেরেক ডে
ডেনিস ইগান
রবিন ফ্লেচার
রজার মিডগ্লে
রিচার্ড নরিস
নিল নাগেন্ট
অ্যান্টনি নান
অ্যান্টনি জন রবিনসন
জন পাস্কিন টেলর

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ এপ্রিল ২০০৯ তারিখে, ১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি