ইয়োহানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়োহানি ডি’সিলভা
යොහානි
জন্ম
ইয়োহানি দিলোকা ডি সিলভা

(1993-07-30) ৩০ জুলাই ১৯৯৩ (বয়স ৩০)
জাতীয়তাশ্রীলঙ্কান
শিক্ষাবিশাখা বিদ্যালয়
মাতৃশিক্ষায়তনজেনারেল স্যার জন কোতেলাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটি
পেশা
  • গায়িকা
  • গীতিকার
  • মডেল
কর্মজীবন২০১৬–বর্তমান
পিতা-মাতা
  • প্রসন্ন ডি সিলভা (পিতা)
  • দিনীথি ডি সিলভা (মাতা)

ইয়োহানি দিলোকা ডি’সিলভা(সিংহলি: යොහානි දිලෝකා ද සිල්වා) (জন্ম: ৩০শে জুলাই ১৯৯৩ সাল, কলম্বো, শ্রীলঙ্কা) জনপ্রিয়ভাবে ইয়োহানি নামে পরিচিত একজন শ্রীলঙ্কান গায়িকা, গীতিকার, র‍্যাপার, সঙ্গীত প্রযোজক ও ব্যবসায়ী। তাঁর সঙ্গীত জীবন ইউটিউবার হিসেবে শুরু হয়। তিনি শীঘ্রই তার 'দেবিয়াঙ্গে বারে'-এর র‍্যাপ কভারের জন্য স্বীকৃতি লাভ করেন এবং তার গাওয়া ও র‍্যাপিং এর অনেক কভার প্রকাশ করেন, যা তাকে শ্রীলঙ্কার "র‍্যাপ প্রিন্সেস" উপাধি প্রদান করে।[১] তার গাওয়া মানিকে মাগে হিথে গানটি শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশে অল্প সময়ে ব্যপক জনপ্রিয়তা লাভ করে।[২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ইয়োহানি দিলোকা ডি’সিলভা ১৯৯৩ সালের ৩০শে জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন যোদ্ধা, প্রাক্তন সেনা অফিসার, মেজর জেনারেল প্রসন্ন ডি'সিলভার কন্যা। ইয়োহানির মা দিনীথি ডি'সিলভা যিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্রাক্তন এয়ার হোস্টেস।

তিনি বিশাখা বিদ্যালয়ের একজন খ্যাতিমান সাঁতারু ও ওয়াটার পোলো খেলোয়াড় হিসাবে খেলাধুলায়ও ব্যাপকভাবে জড়িত ছিলেন। শিল্পী হিসেবে সঙ্গীত জীবন শুরু করার আগে লজিস্টিক ম্যানেজমেন্ট ও প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ে ইয়োহানি তার উচ্চ শিক্ষা সম্পন্ন করেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "යොහානි ද සිල්වා, Yohani De Silva Wiki, Height, Age, Boyfriend, Family, Biography & More - Sprojo" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০ 
  2. "স্টেজেই আহত 'মানিকে মাগে হিথে'-খ্যাত ইয়োহানি, বাংলা ট্রিবিউন, ২ অক্টোবর ২০২১"। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১ 
  3. Weerasooriya, Sahan। "A novel CD… with the old and the new" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  4. "'මම කොල්ලෙක් වගේලු, පිටරට අයනම් එහෙම කියල නෑ' යෝහානි කියන කතාව"Nai FM (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-৩০। ২০২১-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]