২০২৩ গাজী আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ গাজী আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্ট
তারিখ২৯ অক্টোবর, ২০২৩ – ২০ নভেম্বর, ২০২৩
তত্ত্বাবধায়কআফগানিস্তান ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনলিস্ট এ
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন
বিজয়ীবুস্ট অঞ্চল (২য় শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২১
সর্বাধিক রান সংগ্রহকারীদারবেশ রাসুলী (৪৯০ রান)
সর্বাধিক উইকেটধারীইয়াসিন আহমদজাই (২১ উইকেট)

২০২৩ গাজী আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্ট ছিল রাজা গাজী আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্টের ৭ম সংস্করণ, যা এলটি লিস্ট এ ক্রিকেট প্রতিযোগিতা ছিল, যা ২৯ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে আফগানিস্তানে খেলা হয়েছিল।[১] [২] ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মে মাসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ঘোষণার পর টুর্নামেন্টটি লিস্ট এ স্ট্যাটাসসহ খেলা প্রতিযোগিতার ষষ্ঠ সংস্করণ ছিল এবং বুস্ট অঞ্চল এতে চাম্পিয়ান হয়েছিল। [৩] [৪]

এতে পাঁচটি আঞ্চলিক দল আমো অঞ্চল, ব্যান্ড-ই-আমির অঞ্চল, বুস্ট অঞ্চল, মিস আইনক অঞ্চল ও স্পীন ঘর অঞ্চল অংশ নেয় এবং এর ম্যাচগুলি গাজী আমানুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাট অনুষ্ঠিত হয়েছিল।

স্কোয়াড[সম্পাদনা]

আমো অঞ্চল ব্যান্ড-ই-আমির অঞ্চল বুস্ট অঞ্চল মিস আইনক অঞ্চল স্পীন ঘর অঞ্চল

আবদুল মালিক (অধি.), হায়াতুল্লাহ নাসিরি (সহ-অধি.), আবদুল হাদি (ডব্লিউকে), ইমরান মীর, জাভেদ আহমদজাই, জুমা গুল, ইজাজ আহমদ মেহরি, আল্লাহ নূর, মুরাদ আলী, আবদুল ওয়াসি, জোহাইব খান, ইজাজ আহমদ আহমদজাই, মোহাম্মদ সেলিম সাফি, মোহাম্মদ গুল, কামিল কাকার, নিয়ামত ও নোমান মোমান্দ।রিজার্ভ: নসরতুল্লাহ খান, জামশিদ খান ও খায়ের মোহাম্মদ।

নাসির জামাল (সি), করিম জান্নাত (ভিসি), আফসার জাজাই (ডব্লিউকে), সেদিকুল্লাহ আটাল, শাবির নূরী, নাভিদ ওবায়েদ, নিসার ওয়াহদাত, আসিফ মুসাজাই, খালিদ আহমাদজাই, ফরমানুল্লাহ সাফি, ইরফানউল্লাহ সাফি, ইজহারুল হক নাভিদ, মোহাম্মদউল্লাহ লোগারি, নিজামউল্লাহ সাফি, সামি বিলাল, মোহাম্মদুল্লাহ হামকার ও মোহাম্মদ হারুন।রিজার্ভ: ইসলাম জাজাই, বাবর খান, ইসমত হাবিবি ও বাহার আলী শিনওয়ারি

ইয়ামিন আহমাদজাই (সি), নূর আলী জাদরান (ভিসি), আহমদ জহির (ডব্লিউকে), মোহাম্মদ ইহসাক রহিমি (ডব্লিউকে), হজরতুল্লাহ জাজাই, নাসিব শিরদালি, বিলাল আহমদ তারিন, দরবেশ রাসুলি, জাভেদ সুলিমানখিল, নাঙ্গিয়াল খারোতি, শামস উর রহমান, আবদুল হামিদ। বাকি, নাভিদ জাবুলি, সাইয়েদ আহমদ শিরজাদ, ইউসুফ জাজাই, লাল বাজ ও নোমান শাহ।রিজার্ভ: দস্তগীর খান, কুদরতুল্লাহ কাকার, আহমদ জিয়া জাল্যান্ড এবং ফরহাদ উসমানি

ইহসানুল্লাহ জানাত (সি), শহীদুল্লাহ কামাল (ভিসি), ইউসুফ শাহ (ডব্লিউকে), আসগর আটাল, রহমানুল্লাহ জাদরান, বরকতুল্লাহ ইব্রাহিমজাই, নাসির আহমদ, আব্দুল মজিদ, খালিদ জাহিদী, জহির খান, জিয়া উর রহমান আকবর, খলিল গুরবাজ, দৌলত জাদরান, জিয়া উর রহমান শরিফী, নাভিদ জাদরান, সামিউল্লাহ সরমস্ত ও কামরান হোতাক।রিজার্ভ: মহিবুল্লাহ জুরমতি, রহিম মঙ্গল, সাবির গুরবাজ ও সাঈদ খান।

সামিউল্লাহ শিনওয়ারি (সি), মোহাম্মদ শাহজাদ (ভিসি), দিল আগা, জুবায়েদ আকবরী, আকবর মুসাজাই, বাহির শাহ, বারিকজাই নাসিরি, ইসমত আলম, শওকত জামান, তাহির আদিল, কায়েস আহমদ, জাভেদ সাঈদী, আফতাব আলম, মোহাম্মদ ইব্রাহিম আব্দুল রহিমজাই, ওয়াফাদার। মোমান্দ, আবদুল্লাহ আহমদজাই ও ইরশাদউদ্দিন সাফি।রিজার্ভ: বিলাল সাঈদী, সোহেল খান ও আরব গুল মোমান্দ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Sixth edition of the Ghazi Amanullah Khan Regional List A Tournament begins October 26"cricket.af। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩ 
  2. "Ghazi Amanullah Khan Regional One-Day Tournament 2023"Afghanistan cricket। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৩ 
  3. "G A K regional One day Tournament Start on 29 October"ESPN Cricinfo। ২০ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩ 
  4. "In Principle Agreement to Constitutional and Financial Changes to ICC"International Cricket Council। ৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৭