২০২৩–২৪ জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের নামিবিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩–২৪ জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের নামিবিয়া সফর
 
  নামিবিয়া জিম্বাবুয়ে
তারিখ ২৮ – ৩০ অক্টোবর ২০২৩
অধিনায়ক খেরহার্ট এরাসমাস ক্রেইগ আরভাইন
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে নামিবিয়া ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নিকোলস ডাফিন (203) সিকান্দার রাজা (১৭৭)
সর্বাধিক উইকেট খেরহার্ট এরাসমাস (9) তেন্দাই চাতারা (5)
রিচার্ড ন্‌গারাভা (5)
সিরিজ সেরা খেলোয়াড় সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দল দলের ২০২৩ সালের অক্টোবরে নামিবিয়া সফরের কথা রয়েছে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য।[১] নামিবিয়ায় দুই দলের মধ্যে এটিই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।[২] এর আগে ২০২২ সালে জিম্বাবুয়েতে দুই দলের মধ্যে একমাত্র টি২০ আই সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।[৩] এই সিরিজটি আফ্রিকা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য উভয় দলের প্রস্তুতির অংশ।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 নামিবিয়া  জিম্বাবুয়ে

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৪ অক্টোবর ২০২৩
১৪:০০
জিম্বাবুয়ে 
১২১/৯ (২০ ওভার)
 নামিবিয়া
১২২/৩ (১৩.৪ ওভার)
নিকোলস ডাফিন ৮০* (৪৪)
রিচার্ড ন্‌গারাভা ২/১৫ (৩ ওভার)
নামিবিয়া ৭ উইকেটে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলস ডাফিন (নামিবিয়া)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৫ অক্টোবর ২০২৩
১৪:০০
নামিবিয়া 
১৯৮/৩ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
২০০/৫ (২০ ওভার)
মাইকেল ফন লিংএন ৬৭ (৩৭)
রায়ান বার্ল ১/৩০ (৩ ওভার)
জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

২৭ অক্টোবর ২০২৩
১৪:০০
নামিবিয়া 
১৩৮/৬ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৪৪/৪ (১৮.৪ ওভার)
জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হান্দ্রে ক্লাজিঙ্গা (নামিবিয়া) তার টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

২৯ অক্টোবর ২০২৩
১১:০০
নামিবিয়া 
১৫৩/৬ (২০ ওভার)
 জিম্বাবুয়ে
১৫৪/৩ (১৮.৪ ওভার)
মাইকেল ফন লিংএন ৪৭ (২৭)
রায়ান বার্ল ২/২২ (৪ ওভার)
নামিবিয়া ৭ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও অ্যান্ড্রু লাউ (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: খেরহার্ট এরাসমাস (নামিবিয়া)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ন্যাশ মায়াভো (জিম্বাবুয়ে) তার টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

৩০ অক্টোবর ২০২৩
১১:০০
নামিবিয়া 
১০১ (১৮.৪ ওভার)
 জিম্বাবুয়ে
৯৩ (১৯.২ ওভার)
নামিবিয়া ৮ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়োহানেস জোনাথান স্মিট (নামিবিয়া)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zimbabwe face Namibia in T20I series ahead of World Cup qualifier"Zimbabwe Cricket (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৮ 
  2. "Namibia to host Zimbabwe in historic series"The Namibian (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-১১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৮ 
  3. "Castle Lite Series Presents Richelieu Eagles against Test Nation, Zimbabwe - Cricket Namibia" (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-১০। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৮ 
  4. "Zimbabwe's Historic Cricket Voyage to Namibia: A Prelude to the Africa T20 World Cup Qualifier"The Zimbabwe Sphere। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]