২০২০ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২০ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল
প্রতিযোগিতা২০১৯–২০ ইন্ডিয়ান সুপার লিগ
তারিখ১৪ মার্চ ২০২০
ম্যাচসেরাঅরিন্দম ভট্টাচার্য (এটিকে)
রেফারিকাসিমভ শারজোদ
দর্শক সংখ্যা[note ১]

২০২০ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালটি ছিল ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠ আসরে ২০১৯–২০ ইন্ডিয়ান সুপার লিগের চূড়ান্ত ম্যাচ। এটি চেন্নায়েন এফসি এবং এটিকে-র মধ্যে ২০২০ সালের ১৪ মার্চ গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলা হয়।[২] এটি ইন্ডিয়ান সুপার লিগের ২০১৯–২০ মৌসুমের বিজয়ী নির্ধারণের জন্য খেলানো হয়।

কোভিড-১৯ মহামারীর কারণে ফাইনালটি দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হয়।[১]

দুইবার চ্যাম্পিয়ন্স এটিকে চেন্নায়িনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল ম্যাচে জয় লাভ করে।

ম্যাচ[সম্পাদনা]

এটিকে৩–১চেন্নাইয়িন
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ০
রেফারি: কাসিমভ শারজোদ (উজবেকিস্তান)

টীকা[সম্পাদনা]

  1. The final was played behind closed doors due to a COVID-19 pandemic in India.[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Refund process for Hero ISL 2019-20 final ticket holders" 
  2. "Goa to host Indian Super League 2019-20 final"। ২৩ ফেব্রুয়ারি ২০২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]