হোস দিগন্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হোসা দিগন্ত
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশীট
প্রকাশকজানানা ভারতী পাবলিকেশনস
সম্পাদকবিনায়ক ভাট মুরুর
প্রতিষ্ঠাকাল১৯৭৯; ৪৫ বছর আগে (1979)
ভাষাকান্নাডা
সদর দপ্তরবেঙ্গালুরু, মঙ্গলোর, শিমোগা, হুবলি
ওয়েবসাইটwww.hosadigantha.com hosadigantha.com]

হোসা দিগন্ত (কন্নড়: ಹೊಸ ದಿಗಂತ) কর্ণাটকের একটি কন্নড় ভাষার সংবাদপত্র। "হোসা দিগন্ত" এর আক্ষরিক অর্থ "নতুন দিগন্ত"।

(পত্রিকার ট্যাগ লাইন রাষ্ট্র জাগরুতিয়া দৈনিক, কন্নড় : ರಾಷ್ಚ್ರ ಜಾಗೃತಿಯ ದೈನಿಕ), যার অর্থ "জাতীয় সচেতনতার দৈনিক", হোসা দিগন্ত জাতীয়তাবাদী আদর্শের পত্রিকা। [তথ্যসূত্র প্রয়োজন] বিনায়ক ভাট মুরুর হোসা দিগন্তের সম্পাদক-প্রধান, এতে তরুণ প্রতিবেদক চিরু ভাটও ছিলেন, যিনি এর আগে সামায়া টিভিবিশ্ববাণী নিউজের সাথে ছিলেন। আরেকজন প্রখ্যাত কলামিস্ট ও লেখক রোহিথ চক্রতীর্থও পত্রিকায় লিখেন।

১৯৭৯ সালে শুরু হয়েছিল ম্যাঙ্গালোর থেকে, এখন ম্যাঙ্গালোর, বেঙ্গালুরু, শিমোগা এবং হুবলি সংস্করণ বের হয়। হুবলি সংস্করণ ২৭ মার্চ ২০১১ সালে চালু করা হয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী জনাব ইয়েদুরাপ্পা উদ্বোধন করেছিলেন। [১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Newspapers help me understand people: Yeddyurappa"The Hindu। ২৬ এপ্রিল ২০১০। ৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]