হিসেইন ব্রাহীম তাহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিসেইন ব্রাহীম তাহা
حسين إبراهيم طه
২০২২ সালে তাহা
অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের ১২তম মহাসচিব
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৯ নভেম্বর ২০২০
পূর্বসূরীইউসুফ আল-ওথাইমিন
পররাষ্ট্র মন্ত্রী (চাদ)
কাজের মেয়াদ
৫ ফেব্রুয়ারি ২০১৭ – ২৪ ডিসেম্বরে ২০১৭
প্রধানমন্ত্রীআলবার্ট পাহিমি প্যাডাকে
পূর্বসূরীমুসা ফকি
উত্তরসূরীজেইন শরীফের মিশন
ফ্রান্সে চাদের রাষ্ট্রদূত
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৬
পূর্বসূরীমুখতার ওয়াওয়া দাহাব
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-11-01) ১ নভেম্বর ১৯৫১ (বয়স ৭২)
আবেচে, চাদ
সন্তান

হিসেইন ব্রাহিম ত্বহা ( আরবি: حسين إبراهيم طه ) একজন চাদিয়ার রাজনীতিবিদ এবং কূটনীতিক যিনি ইসলামিক সহযোগিতা সংস্থার ১২ তম এবং বর্তমান মহাসচিব । তিনি ২০১৭ সালে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে চাদের সরকারে সংক্ষিপ্তভাবে দায়িত্ব পালন করেন। পদাধিকার বলে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির চ্যান্সেলর। [১]

কর্মজীবন[সম্পাদনা]

  • ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি এন'জামেনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
  • ১৯৯০ থেকে মে ১৯৯১ পর্যন্ত তিনি এন'জামেনায় পররাষ্ট্র মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন।
  • জুন ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তিনি রিয়াদে দূতাবাসে প্রথম কাউন্সেলর ছিলেন।
  • ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি তাইওয়ানে রাষ্ট্রদূত ছিলেন।
  • ২০০৬ এর শুরুতে তিনি ভ্যাটিকান সিটিতে সহ-অ্যাক্রিডিটেশন সহ ফ্রান্সে রাষ্ট্রদূত ছিলেন [২]

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত মুসা ফাকির স্থলাভিষিক্ত, ৫ ফেব্রুয়ারি ২০১৭ ত্বহাকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আলবার্ট পাহিমি প্যাডাক সরকারের সময় নিযুক্ত করা হয়েছিল। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "IUT"www.iutoic-dhaka.edu। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২ 
  2. S.E. il Sig. Hissein Brahim Taha Ambasciatore del Ciad presso la Santa Sede,
  3. Ken Karuri, "Chad reshuffles cabinet as Moussa Faki takes over as AU chair", Africanews, 6 February 2017.