হরবাংছড়া নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হরবাংছড়া নদী বাংলাদেশের একটি খরস্রোতা পার্বত্য নদী।

অবস্থান[সম্পাদনা]

হরবংছড়া নদীটি বান্দরবান জেলার লামার পাহাড়িয়া ছড়া থেকে সৃষ্টি হয়ে চকোরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গিয়ে পড়েছে।

বিবরণ[সম্পাদনা]

এই নদীটির দৈর্ঘ্য ২৮ কিমি এবং গড় প্রস্থ ৬০ মিটার। এর গভীরতা ৩ মিটার। হরবংছড়া নদীর অববাহিকার আয়তন ১৫০ বর্গ কিলোমিটার। নদীটি সারা বছর নাব্য। তবে জোয়ার-ভাটার প্রভাব নেই।[১]

অন্যান্য তথ্য[সম্পাদনা]

হরবাংছড়া নদীর তীরে গড়ে উঠেছে হরবাংছড়া বাজার। নদীর উপরে হরবাংছড়া রেগুলেটর, হরবাংছড়া সেতু, বানিয়াছড়া মগনালা বেইলী সেতু ও মোচনিয়াকাটা সেতু তৈরি হয়েছে। এই নদীর অববাহিকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন একটি সেচ প্রকল্প রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাদেশের নদীঃ মোকাররম হোসেন; পৃষ্ঠা ১৪১; কথাপ্রকাশ; দ্বিতীয় সংস্করণঃ আগস্ট ২০১৪