সোহানলাল কনওয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোহানলাল কনওয়ার
জন্ম
সোহানলাল বংশীরাম ঘাই
মৃত্যু৩ মার্চ ১৯৮৯
পেশাপরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৫৭-১৯৯০
কর্ম
পূর্ণ তালিকা
দাম্পত্য সঙ্গীস্নেহলতা
শীলা
সন্তান
পুরস্কারপূর্ণ তালিকা

সোহানলাল কনওয়ার একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি বে-ঈমান (১৯৭২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি পহচান (১৯৭০) ও সন্ন্যাসী (১৯৭৫) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে আরও চারটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

কনওয়ার ১৯৭০ সালে পহচান (১৯৭০) চলচ্চিত্র নির্মাণ করেন।[১] চলচ্চিত্রটি বক্স অফিসে মাঝারিমানের ব্যবসা করে[২] এবং এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩] ১৯৭২ সালে তিনি বে-ঈমান চলচ্চিত্র নির্মাণ করেন। মনোজ কুমাররাখী অভিনীত চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং সেই বছরের ৪র্থ শীর্ষ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে।[৪] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৫] ১৯৭৫ সালে তিনি সন্ন্যাসী চলচ্চিত্র নির্মাণ করেন। মনোজ কুমার ও হেমা মালিনী অভিনীত চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং সেই বছরের ৩য় শীর্ষ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে।[৬][৭] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৮]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র পরিচালক প্রযোজক টীকা
১৯৭০ পহচান হ্যাঁ হ্যাঁ
১৯৭১ সীমা না হ্যাঁ
১৯৭২ বে-ঈমান হ্যাঁ হ্যাঁ
১৯৭৫ সন্ন্যাসী হ্যাঁ হ্যাঁ
১৯৭৫ নাটক হ্যাঁ না
১৯৭৫ দো ঝুট না হ্যাঁ
১৯৭৭ দুনিয়াদারী না হ্যাঁ
১৯৭৯ আত্মারাম হ্যাঁ হ্যাঁ
১৯৮০ আমন লক্ষ্মী না হ্যাঁ
১৯৮১ ধনবান না হ্যাঁ
১৯৮৪ পাপী পেট কা সওয়াল হ্যায় হ্যাঁ হ্যাঁ
১৯৮৫ আওয়ারা বাপ হ্যাঁ হ্যাঁ
১৯৮৫ প্যায়সা ইয়ে প্যায়সা হ্যাঁ না
১৯৮৬ স্বার্থী না হ্যাঁ
১৯৯০ তড়প হ্যাঁ না

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

ফিল্মফেয়ার পুরস্কার
বছর বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল সূত্র.
১৯৭১ শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) পহচান মনোনীত [৩]
শ্রেষ্ঠ পরিচালক
১৯৭৩ শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) বে-ঈমান বিজয়ী [৫]
শ্রেষ্ঠ পরিচালক
১৯৭৬ শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) সন্ন্যাসী মনোনীত [৮]
শ্রেষ্ঠ পরিচালক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pehchan (1970)"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ১০ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৩ 
  2. "Box Office 1970"বক্স অফিস ইন্ডিয়া। ২০১০-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৩ 
  3. "The Filmfare Awards Nominations – 1970"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Top Earners 1972"বক্স অফিস ইন্ডিয়া। ২০১০-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩ 
  5. "The Filmfare Awards Winners – 1972"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "Sanyasi (1975)"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৩ 
  7. "Top Earners 1975"বক্স অফিস ইন্ডিয়া। ২০১০-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৩ 
  8. "The Filmfare Awards Nominations – 1975"দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]