সোমেশ্বর সমুদ্র সৈকত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোমেশ্বর সমুদ্র সৈকত

সোমেশ্বর সমুদ্র সৈকত ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের নিকট একটি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের নাম সমুদ্রের অতি নিকটে অবস্থিত সোমনাথ মন্দিরেের নাম অনুসারে হয়েছে। সমুদ্র তরঙ্গের তীব্রতা এবং জলের নিচে ঢাকা পাথরের জন্য এই সমুদ্র সৈকত স্নান করার অনুপযোগী। এই সমুদ্রের তীরে বড়ো আকৃতির পাথরকে শিবের অনুসারে রুদ্র শিলা বা রুদ্র পাথর বলা হয়, যা এই সমুদ্র সৈকতের বিশেষ আকর্ষণ।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Someshwara Temple and Beach at Ullal, Mangalore - Review of Someshwara Temple and Beach, Mangalore, India - TripAdvisor"www.tripadvisor.in। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১১ 
  2. "Someshwara Beach | Mangalore Beach | Ullal" (ইংরেজি ভাষায়)। ২০১১-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১১