সুলজ্জা ফিরোদিয়া মোটওয়ানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলজ্জা ফিরোদিয়া মোটওয়ানী
জন্ম
সুলজ্জা ফিরোদিয়া

(1970-08-26) ২৬ আগস্ট ১৯৭০ (বয়স ৫৩)
জাতীয়তাভারতীয়
শিক্ষাএমবিএ
পেশাব্যবসায়ী

সুলজ্জা ফিরোদিয়া মোটওয়ানী (জন্ম: ২৬শে আগস্ট ১৯৭০) হলেন একজন ভারতীয় উদ্যোক্তা এবং সমাজসেবী। তিনি বর্তমানে কাইনেটিক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ভাইস চেয়ারপারসন এবং কাইনেটিক গ্রিন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও। দ্য কাইনেটিক গ্রুপ-টি তার মেয়াদে অসাধারণ প্রসার লাভ করেছে। নিছক মোপেড প্রস্তুতকারক হিসাবে শুরু করলেও এটি বর্তমানে মোপেড, মোটরযুক্ত স্কুটার থেকে শুরু করে মোটরসাইকেল পর্যন্ত সমস্ত দুই চাকার গাড়ি সরবরাহ করে থাকে। তিনি সম্প্রতি গ্রুপ কার্যক্রমগুলো স্বয়ংচালিত সিস্টেম এবং সবুজ শক্তিতে প্রসারিত করতে পুনর্গঠন করেছেন। সর্বাধিক উল্লেখযোগ্যভাবে, তিনি কাইনেটিক গ্রিন এনার্জি এবং পাওয়ার সলিউশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যার লক্ষ্য হ'ল সবুজ গতিশীলতা এবং বৈদ্যুতিক যানবাহনে বিশেষজ্ঞ হওয়া এবং বৈদ্যুতিন অটো, বাগি এবং ছোট বৈদ্যুতিন ট্যাক্সি চালু করার মাধ্যমে এই প্রযুক্তি জনগণের কাছে পৌঁছে দেওয়া।[১][২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সুলজ্জা ফিরোদিয়া ১৯৭০ সালের ২৬শে আগস্ট তারিখে জন্মগ্রহণ করেছেন। তিনি ১৯৯০ সালে পুনে বিশ্ববিদ্যালয়ের বৃহন্ মহারাষ্ট্র মহাবিদ্যালয় কলেজ অফ কমার্স থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক শেষ করেছেন। তিনি পিটসবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএর ধারণ করেছেন। তিনি প্রয়াত শ্রী এইচকে ফিরোদিয়ার নাতনী, যিনি কাইনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা এবং ফিরোদিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান পদ্মশ্রী অরুণ ফিরোদিয়ার মেয়ে। তাঁর পড়াশুনার পুরো সময় জুড়েই তিনি ক্রম তালিকার ওপরদিকে থাকতেন। এসএসসি পরীক্ষায় তাঁর নাম তালিকার উপর দিকেই ছিল এবং এইচএসসি পরীক্ষায় তিনি রাজ্যে শীর্ষে ছিলেন।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সুলজ্জা ফিরোদিয়া মনীষ মোটওয়ানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন; তাঁদের সোহালী নামে একটি ১৫ বছরের কন্যা সন্তান রয়েছে। তিনি সকলকে কসরত করতে উৎসাহ প্রদান করেন। এছাড়াও তিনি একজন ম্যারাথন দৌড়বীর। তিনি ক্রীড়া জগতে ব্যাডমিন্টন খেলা সম্পর্কে বেশ উৎসাহী একজন ব্যক্তিত্ব। তিনি স্কিইং, স্কাই ডাইভিং এবং স্কুবা ডাইভিংয়ের মতো দুঃসাহসী খেলাধুলারও পছন্দ করেন।[৪]

পেশা[সম্পাদনা]

কাইনেটিক মোটর কোম্পানিতে যোগদানের আগে, তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি বিনিয়োগ বিশ্লেষণ সংস্থা বিএআরআরএ ইন্টারন্যাশনালের সাথে চার বছর যাবত কাজ করেছিলেন। তিনি ভারতে কাইনেটিক মোটর কোম্পানির কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন। সুলজ্জা কোম্পানির জন্য নতুন কৌশল নকশা করা এবং তা বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তিনি কাইনেটিক মোটর কোম্পানির পরিচালক এবং কাইনেটিক গ্রিন এনার্জি লিমিটেড-এ ভূমিকা পালন করছেন। তিনি গ্রুপের সামগ্রিক ব্যবসায়িক উন্নয়নমূলক কর্মকান্ডের দায়িত্বে আছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aim to raise revenue to Rs 500cr in 3 years: Kinetic Motors"। MoneyControl.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১২ 
  2. "Kinetic Motor Co Ltd (KNH:Natl India)"। Bloomberg Businessweek। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১২ 
  3. "BUSINESS LEADERS SULAJJA MOTWANI"। in.com। ২০১৩-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১২ 
  4. "Sulajja Firodia Motwani"। Ekikrat.in। ২০১৩-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]