সুমথনাথ ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Sumothonath Ghosh along with bengali literary luminaries of 70s

সুমথনাথ ঘোষ (১ সেপ্টেম্বর ১৯১২ [১] - ১০ এপ্রিল, ১৯৮৪) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক, অনুবাদক জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার। [২] একশোরও বেশি বই লিখেছেন সুমথনাথ৷ তার প্রথম উপন্যাস 'সুদূরের পিয়াসী' ১৯৪১ খ্রিস্টাব্দে এবং প্রথম গল্পসংগ্রহ 'জটিলতা'১৯৪২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ‘বাঁকা স্রোত’ প্রকাশিত হয় ১৯৪৩ খ্রিস্টাব্দে৷ ১৯৩৪-এর মার্চে ঘনিষ্ট বন্ধু ও সুসাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্রের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘মিত্র ও ঘোষ প্রকাশনা’ সংস্থা৷[৩] শিশু-কিশোরদের জন্য তিনি লিখেছেন ‘মোহন সিং-এর বাঁশি’, ‘ছোটদের বিশ্বসাহিত্য’ প্রভৃতি। তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে আলেকজেন্ডার দুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’, ওয়াল্টার স্কটের ‘আইভ্যান হো’, চার্লস ডিকেন্সের ‘ডেভিড কপারফিল্ড’ প্রভৃতি।[৪] [৫] তার লিখিত ভ্রমণকাহিনি, উপন্যাস সুদূরের পিয়াসী, বাঁকা স্রোত, প্রভৃতি বাংলা সাহিত্যে বিশেষ আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো।[৬]

গজেন্দ্রকুমার মিত্রের সঙ্গে মাসিক সাহিত্য পত্রিকা তিনি 'কথাসাহিত্য' শুরু করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৮০৮, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. শিশিরকুমার দাশ সংকলিত ও সম্পাদিত, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ২৩২ আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-০০৭-৯ {{আইএসবিএন}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম
  3. "Writers"Mitra and Ghosh Publishers Pvt. Ltd.। ১১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫ 
  4. "শতবর্ষে সাহিত্যিক সুমথনাথ ঘোষ"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫ 
  5. [১]
  6. "পুস্তক পরিচয় ২"। anandabazar। ১৮ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫