সুইজারল্যান্ডীয় ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুইজারল্যান্ডীয় ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত৭ এপ্রিল ১৮৯৫; ১২৯ বছর আগে (1895-04-07)[১]
সদর দপ্তরবের্ন, সুইজারল্যান্ড
ফিফা অধিভুক্তি১৯০৪[১]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিসুইজারল্যান্ড দোমিনিক ব্লঁ
সহ-সভাপতি
  • সুইজারল্যান্ড রোমানো ক্লাভাডেটশার
  • সুইজারল্যান্ড হাইনি শিফারলে
  • সুইজারল্যান্ড সান্দ্রো স্ত্রোপা
ওয়েবসাইটwww.football.ch/sfv

সুইজারল্যান্ডীয় ফুটবল অ্যাসোসিয়েশন (জার্মান: Schweizerischer Fussballverband, ফরাসি: Association Suisse de Football, ইতালীয়: Associazione Svizzera di Football/Calcio, রোমানশ: Associaziun Svizra da Ballape, ইংরেজি: Swiss Football Association; এছাড়াও সংক্ষেপে এসএফএ নামে পরিচিত) হচ্ছে সুইজারল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৫ সালের ৭ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৯ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে।[২] এই সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী বের্নে অবস্থিত। এছাড়াও উয়েফার সদর দপ্তর নিওনের সুইস সিটি অবস্থিত।

এই সংস্থাটি সুইজারল্যান্ডের পুরুষ, নারী, বয়সভিত্তিক এবং জাতীয় ফুটসাল দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সুইস ফুটবল লীগ এবং সুইস চ্যালেঞ্জ লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সুইজারল্যান্ডীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন দোমিনিক ব্লঁ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রবার্ট ব্রাইটার।

এএসএফ-এসএফভি হলো সুইজারল্যান্ডের জাতীয় তিনটি ভাষায় সংঘের নামটির সংক্ষেপণ। এএসএফ হলো ফরাসি (এসোসিয়েশন সুইস দে ফুটবল) এবং ইতালীয় (এসসিয়াজিওনে সভিজেরা দি ফুটবল) উভয়ই, আর এসএফভি জার্মান (শোয়েইকেরিশার ফুসবল্ভারবান্ড), রোমনশ – এটি সংক্ষেপে এএসবি (এসসিয়াজিউন সভিজরা দা বালাপে)।

চিহ্ন[সম্পাদনা]

কর্মকর্তা[সম্পাদনা]

৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি দোমিনিক ব্লঁ
সহ-সভাপতি রোমানো ক্লাভাডেটশার
হাইনি শিফারলে
সান্দ্রো স্ত্রোপা
সাধারণ সম্পাদক রবার্ট ব্রাইটার
কোষাধ্যক্ষ ফিলিপে হারটিগ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক অ্যাড্রিয়ান আর্নল্ড
প্রযুক্তিগত পরিচালক পাট্রিক ব্রুগমান
টাটিয়ানা হায়নি
পিয়েরলুইজি তামি
ফুটসাল সমন্বয়কারী আলেক্সান্ডার রাপাজ
জাতীয় দলের কোচ (পুরুষ) ভ্লাদিমির পেতকোভিচ
জাতীয় দলের কোচ (নারী) নিলস নিলসন
রেফারি সমন্বয়কারী মার্কো ডেটউইলার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Switzerland" (English ভাষায়)। UEFA। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]