সাইমন মাইলেঙ্কো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইমন মাইলেঙ্কো
ব্যক্তিগত তথ্য
জন্ম (1988-11-24) ২৪ নভেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
সিডনি, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪/১৫–২০১৫/১৬কুইন্সল্যান্ড
২০১৫/১৬–২০১৮/১৯হোবার্ট হ্যারিকেনস
২০১৬/১৭–তাসমানিয়া
২০২০/২১ব্রিসবেন হিট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা FC LA T20
ম্যাচ সংখ্যা ২৯ ২৭ ৪০
রানের সংখ্যা ১,২২১ ৫১০ ৩২৯
ব্যাটিং গড় ২৭.১৩ ২৮.৩৩ ১৬.৪৫
১০০/৫০ ১/১০ ০/৩ ০/১
সর্বোচ্চ রান ১০০ ৫৭* ৬৬*
বল করেছে ৩,৮৮১ ৮৪৮ ১২৩
উইকেট ৬৮ ২১
বোলিং গড় ৩০.৭৩ ৪১.০০ ২৩.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/১৫ ৪/৮০ ৩/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১৩/– ৯/– ১৩/–
উৎস: Cricinfo, ২০২০ সালের ২৩ ডিসেম্বর

সাইমন মাইলেঙ্কো (জন্ম: ১৯৮৮ সালের ২৪ নভেম্বর ) হলেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তিনি তাসমানিয়া এবং হোবার্ট হ্যারিকেনের হয়ে খেলেন। ২০১৪-১৫ সালে কুইন্সল্যান্ড দলে খেলার মাধ্যমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয়। ২০১৫-১৬ মৌসুমে সাইমন কুইন্সল্যান্ডের হয়ে কোন শেফিল্ড শিল্ড গেম খেলেননি। একসময় আরো সুযোগের অনুসন্ধান করতে তিনি তাসমানিয়া চলে যান।[১][২] ২০১৯ সালের ৭ ডিসেম্বর , ২০১৯-২০ শেফিল্ড শিল্ড মৌসুমে, মিলেঙ্কো প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লেগস্পিনার ক্যামেরন বয়েস তাসমানিয়ায় যোগ দিয়েছেন"ESPNCricInfo। ১৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬ 
  2. "সাইমন মাইলেঙ্কো"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৪ 
  3. "Milenko hits first Shield ton for Tasmania"The Northern Daily Leader। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯