সরকার (মুঘল প্রশাসনিক বিভাগ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরকার (ফার্সি: سركار) মুঘল আমলের ভারতীয় উপমহাদেশের একটি বিভাগ বা জেলা পর্যায়ের প্রশাসনিক এককের নাম। সম্রাট আকবর ১৫৮২ সালে সুবাহ বাঙলাকে ১৯টি সরকারে বিভক্ত করেন। মুঘল আমলে সরকার ছিল পরগণার সমষ্টি। বেশকিছু মৌজা বা গ্রাম নিয়ে একটি পরগণা গঠিত হতো। ফের বেশকিছু পরগণা নিয়ে হতো সরকার।

বাঙলার সরকার[সম্পাদনা]

সুবাহ বাংলার সরকার ও পরগণা সংখ্যা

১. উদম্বর (তান্ডা): ৫২টি পরগণা ২. জান্নাতবাদ: ৬৬টি পরগণা ৩. ফাতেহাবাদ: ৩১টি পরগণা ৪. মাহমুদাবাদ: ৮৮টি পরগণা ৫. খলিফাতাবাদ : ৩৫টি পরগণা ৬. বকলা: ৪টি পরগণা ৭. পূর্ণিয়া: ৯টি পরগণা ৮. তাজপুর: ২৯টি পরগণা ৯. ঘোড়াঘাট: ৮৪টি পরগণা ১০. পিঞ্জারা: ২১টি পরগণা ১১. বারবাকাবাদ: ৩৮টি পরগণা ১২. বাজুহা: ৩২টি পরগণা ১৩. সোনারগাঁও: ৫২টি পরগণা ১৪. সিলেট: ৮টি পরগণা ১৫. চট্টগ্রাম: ৭টি পরগণা ১৬. সরিফাবাদ: ২৬টি পরগণা ১৭. সুলাইমানাবাদ: ৩১টি পরগণা ১৮. সপ্তগ্রাম: ৫৩টি পরগণা ১৯. মান্দরন: ১৬টি পরগণা