সনি ইএসপিএন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সনি ইএসপিএন
উদ্বোধন৮ এপ্রিল, ২০১৫
মালিকানাইএসপিএন (৫০%)
সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া (৫০%)
দেশভারত
ভাষাবাংলা
কন্নড়
ইংরেজি
হিন্দি
তামিল
তেলুগু
প্রচারের স্থানভারত
প্রধান কার্যালয়মুম্বই, মহারাষ্ট্র, ভারত
পূর্বতন নামসনি কিক্স (১৭ জানুয়ারি ২০১৬ পর্যন্ত)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সনি টিভি
সনি ম্যাক্স
সনি ম্যাক্স ২
সাব টিভি
সনি সিক্স
সনি আট
সনি টেন ১
এএক্সএন
সনি ইয়ে

সনি ইএসপিএন ছিল একটি খেলাধুলাভিত্তিক ভারতীয় টিভি চ্যানেল। চ্যানেলটি সনি পিকচার্স ইন্ডিয়া ও ইএসপিএনের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে। চ্যানেলটি ২০২০ সালের ৩০ মার্চ বন্ধ হয়ে যায়।

ইতিহাস[সম্পাদনা]

২০১৫ সালের ৮ এপ্রিল সনি কিক্স নামে যাত্রা শুরু করে চ্যানেলটি। সনি সিক্সের পর সনি পিকচার্স নেটওয়ার্কসের দ্বিতীয় চ্যানেল এটি। চ্যানেলটি ২০১৬ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখে সনি ইএসপিএন নামে যাত্রা শুরু করে। তার আগের বছরের অক্টোবরে নাম পরিবর্তন বিষয়ক খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।[১]

অনুষ্ঠানমালা[সম্পাদনা]

চ্যানেলটি ফুটবল,ক্রিকেট, টেনিস, বাস্কেটবল,ব্যাডমিন্টন,হকি,গলফসহ বিভিন্ন রকমের খেলা প্রচার করে।[২][৩]

চ্যানেলটি ফিফা বিশ্বকাপ ২০১৮-এর ধারাভাষ্য বাংলা, ইংরেজি, হিন্দিসহ আরো কয়েকটি ভাষায় সম্প্রচার করেছিল। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লীগ, লা লীগা, এফএ কাপ সহ বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্টের ম্যাচ সম্প্রচার করে চ্যানেলটি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ESPN to make comeback on Indian TV; partners with MSM"Daily News and Analysis। ৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫ 
  2. "MSM India and ESPN to create co-branded content Platforms in Indian subcontinent"Business Standard। ৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫ 
  3. "MSM to launch new channels, website on sports"Live Mint। ৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫