সথেয়ারি বাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সথেয়ারি বাই
ប៊ី សុធារី
জন্ম
সথেয়ারি বাই

(1998-04-03) ৩ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৬)
উচ্চতা১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
উপাধিমিস কম্বোডিয়া ২০১৬
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংগাঢ় বাদামি
চোখের রংগাঢ় বাদামি
প্রধান
প্রতিযোগিতা
মিস দক্ষিণ-পূর্ব এশিয়া ২০১৪
(মিস এলিগ্যান্স)
(বেস্ট ইন ইভনিং ওয়ার)
সুপারমডেল ইন্টারন্যাশনাল ২০১৫
(দ্বিতীয় রানার আপ)
মিস কম্বোডিয়া ২০১৬
(বিজয়ী)
মিস ইউনিভার্স ২০১৭

সথেয়ারি বাই (বাই সথেয়ারি নামেও পরিচিত ,খ্‌মের:ប៊ី សុធារី; জন্ম ৩ এপ্রিল ১৯৯৮) হলেন একজন কম্বোডীয় মডেল, যিনি ২০১৬ সালে 'মিস কম্বোডিয়া' খেতাব লাভ করেছিলেন। তিনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতায় কম্বোডিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।[১] তিনি প্রথম কম্বোডীয় হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সথেয়ারি বাই ১৯৯৮ সালের এপ্রিল মাসের ৩ তারিখে কম্বোডিয়ার রাজধানী প্‌নম পেনে জন্মগ্রহণ করেন।

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ[সম্পাদনা]

মিস দক্ষিণ-পূর্ব এশিয়া ২০১৪[সম্পাদনা]

সথেয়ারি বাই ২০১৪ সালে মিস দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী না হতে পারলেও তিনি 'মিস এলিগ্যান্স' ও 'বেস্ট ইন ইভনিং ওয়ার' শিরোনামের দুইটি উপ খেতাব লাভ করেন।

সুপারমডেল ইন্টারন্যাশনাল ২০১৫[সম্পাদনা]

সথেয়ারি বাই ২০১৫ সালে সুপারমডেল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষিত হন।

মিস কম্বোডিয়া ২০১৬[সম্পাদনা]

সথেয়ারি বাই ২০১৬ সালে 'মিস কম্বোডিয়া' খেতাব লাভ করেন ও প্রথম কম্বোডীয় হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।[১][২][৩]

মিস ইউনিভার্স ২০১৭[সম্পাদনা]

সথেয়ারি বাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতায় কম্বোডিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sotheary Bee to represent Cambodia for the first time in Miss Universe 2017"। ১ এপ্রিল ২০১৭। ৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  2. "Sotheary Bee is chosen as Miss Universe Cambodia 2017"। ১১ এপ্রিল ২০১৭। 
  3. "Miss Universe Cambodia 2017 - Sotheary Bee"Missosology। জুলাই ৮, ২০১৭। অক্টোবর ২০, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৬, ২০১৯