শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল

স্থানাঙ্ক: ২৩°৫৩′৩৬″ উত্তর ৯০°২৪′০৮″ পূর্ব / ২৩.৮৯৩৩৯০২° উত্তর ৯০.৪০২২১০৯° পূর্ব / 23.8933902; 90.4022109
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থানটঙ্গী, গাজীপুর, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫৩′৩৬″ উত্তর ৯০°২৪′০৮″ পূর্ব / ২৩.৮৯৩৩৯০২° উত্তর ৯০.৪০২২১০৯° পূর্ব / 23.8933902; 90.4022109
সংস্থা
ধরনসরকারি
অধিভুক্ত বিশ্ববিদ্যালয়স্বাস্থ্য মন্ত্রণালয়
পরিষেবা
শয্যা২৫০
ইতিহাস
সাবেক নামটঙ্গী জেনারেল হাসপাতাল
চালু৩০ এপ্রিল ২০১৭; ৭ বছর আগে (30 April 2017)

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল হল বাংলাদেশের গাজীপুরে অবস্থিত একটি সরকারি হাসপাতাল।

অবস্থান[সম্পাদনা]

হাসপাতালটি গাজীপুর জেলার টঙ্গী শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছে স্টেশন রোডে অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

আগে টঙ্গী জেনারেল হাসপাতাল নামে এখানে একটি হাসপাতাল ছিল। পরে ওই হাসপাতালের জমিতে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] ২০১৭ সালে সরকার হাসপাতালটির উদ্বোধনের প্রায় দুই মাস পরে একটি বিজ্ঞপ্তিতে আহসানউল্লাহ মাস্টারের নামে নতুন হাসপাতালের নাম ঘোষণা করে।[২] তবে নতুন ভবন উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও আধুনিক যন্ত্রপাতি, অপর্যাপ্ত চিকিৎসক ও অন্যান্য সমস্যার কারণে নতুন ভবনটি রোগীদের সেবায় ব্যবহার করা যাচ্ছিলো না।[৩] এছাড়াও হাসপাতাল সম্পর্কে আরো অনেক অভিযোগ রয়েছে। ২০২০ সালে হাসপাতালটি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে একটি ছিল।[৪] ২৫ এপ্রিল ২০২১ তারিখে হাসপাতালের একজন সার্জন করোনা ভাইরাসে মারা যান।[৫] এটি ২০২১ সালে ডেঙ্গু নিবেদিত হাসপাতালগুলোর মধ্যে একটি ছিল।[৬] ২০২২ সালে হাসপাতালের দরপত্র জমা দিতে বাধা দেওয়ার জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]