লুকাস মার্তিনেস কুয়ার্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুকাস কুয়ার্তা
২০১৯ সালে রিভার প্লেতের হয়ে লুকাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুকাস মার্তিনেস কুয়ার্তা
জন্ম (1996-05-10) ১০ মে ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান মার দেল প্লাতা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফিওরেন্তিনা
জার্সি নম্বর ২৮
যুব পর্যায়
0000–২০১২ কিম্বার্লি
২০১২–২০১৬ রিভার প্লেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০২০ রিভার প্লেত ৬৪ (২)
২০২০– ফিওরেন্তিনা ৪১ (২)
জাতীয় দল
২০১৯– আর্জেন্টিনা ১১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৫১, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫১, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লুকাস মার্তিনেস কুয়ার্তা (স্পেনীয়: Lucas Martínez Quarta, স্পেনীয় উচ্চারণ: [lˈukas maɾtˈineθ kwˈaɾta]; জন্ম: ১০ মে ১৯৯৬; লুকাস কুয়ার্তা নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব ফিওরেন্তিনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

লুকাস ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লুকাস মার্তিনেস কুয়ার্তা ১৯৯৬ সালের ১০ই মে তারিখে আর্জেন্টিনার মার দেল প্লাতায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ২৩ বছর, ৩ মাস ও ২৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী লুকাস চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে লুকাস সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০১৯
২০২০
২০২১
২০২২
সর্বমোট ১১

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]