লিনাস নির্মল গোমেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
The Most Reverend
লিনাস নির্মল গোমেজ
এস জে
বিশপ
গির্জারোমান ক্যাথলিক চার্চ
দেখুনবারুইপুর বিশপ এলাকা
কর্তব্যরত১৯৭৭-৯৫
পূর্ববর্তীনেই
পরবর্তীসালভাদোরে লোবো
আদেশ
বিন্যাস২১ নভেম্বর ১৯৫৪
পবিত্রকরণ৩০ এপ্রিল ১৯৭৭
আর্কবিশপ এউগেন লুইস ডি'সুজা দ্বারা
ব্যক্তিগত বিবরণ
জন্ম৭ সেপ্টেম্বর ১৯২১
বড় গোল্লা, ভারত

লিনাস নির্মল গোমেজ (জন্মঃ ৭ সেপ্টেম্বর, ১৯২১) একজন ভারতীয় যিশুইটস ধর্মযাজক। তিনি ১৯৭৭ সালে নির্মিত বারুইপুরের বিশপ এলাকার জন্য বিশপ নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৫ সালে তিনি অবসর নেন।

লিনাস নির্মল গোমেজ ভারতের বড় গোল্লা নামক স্থানে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালের ২৬শে জুন তিনি সোসাইটি অফ জেসাস এ যোগ দেন। ৩০শে মে ১৯৭৭ সালে বারুইপুরের বিশপ এলাকার জন্য বিশপ নির্বাচিত হন।

বহিঃসংযোগ[সম্পাদনা]