লাভ ম্যারেজ (২০২৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাভ ম্যারেজ
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকপ্রেমেন্দু বিকাশ চাকী
প্রযোজকসুরিন্দর সিং
নিসপাল সিং
চিত্রনাট্যকারপদ্মনাভ দাশগুপ্ত
শ্রেষ্ঠাংশে
সুরকারস্যাভি গুপ্ত
সম্পাদককালাম
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১৪ এপ্রিল ২০২৩ (2023-04-14)
স্থিতিকাল১২৭ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

লাভ ম্যারেজ ২০২৩ সালের ভারতীয় বাংলা ভাষা কমেডি নাট্য চলচ্চিত্র। সুরিন্দর সিংনিসপাল সিং প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী।[১][২] প্রধান চরিত্রে ছিলেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরাঐন্দ্রিলা সেন[৩][৪] চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং সংগীত পরিচালনা করেছেন স্যাভি গুপ্ত। এটি সুরিন্দর ফিল্মের ব্যানারে ১৪ই এপ্রিল মুক্তি পায়।[৫]

পটভূমি[সম্পাদনা]

ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধা ঠাম্মা (সোহাগ সেন), বয়স্ক বাবাকে (রঞ্জিত মল্লিক) নিয়ে ছোট্ট বাড়িতে থাকে বকাই (অঙ্কুশ হাজরা)। বকাইয়ের প্রেমিকা শাওন (ঐন্দ্রিলা সেন) থাকে তার মা যূথিকাকে (অপরাজিতা আঢ্য) নিয়ে। জানা যায়, শাওনের বাবা (সুরজিৎ) সংসার ছেড়ে বিবাগী হয়ে সন্ন্যাস নিয়েছেন? ছেলের বিয়ে দেবার জন্য পাত্রী শাওনকে দেখতে গিয়ে রঞ্জিত মল্লিকের চরিত্র যূথিকার মুখোমুখি হয়। এই যূথিকাই ছিল তাঁর ছাত্রী এবং প্রাক্তন প্রেমিকা। এভাবে কাহিনী এগিয়ে চলে।

অভিনয়শিল্পী[সম্পাদনা]

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০২৩ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হাসি-মজায় সমৃদ্ধ অঙ্কুশ-ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজ', USP সাবলীল অভিনয়"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  2. "বাবার প্রেমের গুঁতোয় অঙ্কুশের লাভ ম্যারেজ ডকে! বউ না হয়ে বোন হবেন ঐন্দ্রিলা?"Hindustantimes Bangla। ২০২৩-০৪-১৬। ২০২৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  3. Laravel, Laravel। "Love Marriage | Ankush Hazra | Oindrila Ghosh | আছো কেমন? - Kolkata TV"kolkatatv.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  4. "নববর্ষে অঙ্কুশ-ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজ'"দৈনিক ইত্তেফাক। ২০২৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  5. "সব জল্পনার অবসান, এপ্রিলেই 'লাভ ম্যারেজ' অঙ্কুশ-ঐন্দ্রিলার"Eisamay। ২০২৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]