লর্ড ম্যাকলের নিম্নগামী পরিস্রবণ শিক্ষানীতি, ১৮১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লর্ড ম্যাকলের নিম্নগামী পরিস্রবণ শিক্ষানীতি, ১৮১৩ ব্রিটিশ ভারতে প্রণীত ইংরেজদের সর্বপ্রথম শিক্ষানীতি।[১] এই শিক্ষানীতি প্রবর্তন করেন ইংরেজ রাজনীতিবিদ টমাস ব্যাবিংটন ম্যাকলে। এই শিক্ষানীতি ভারতের প্রাথমিক শিক্ষা কাঠামো গঠন করার জন্য প্রণয়ন করা হয়েছিলো। এই শিক্ষানীতি উপমহাদেশে স্থানীয়ভাবে চুইয়ে পড়া শিক্ষানীতি নামেও পরিচিত ছিলো।[২] ১৮১৩ সালে ব্রিটিশ সরকারের একটি আইনের মাধ্যমে উপমহাদেশের জনগণের শিক্ষাক্ষেত্রে এক লক্ষ টাকা বাজেট করা হয়। এই টাকা কীভাবে খরচ করা হবে, সেইজন্য বিভিন্ন শিক্ষাবিদদের পরামর্শ নেওয়া হয়। এই পরামর্শের জের ধরেই টমাস ব্যাবিংটন ম্যাকলে একটি পরামর্শ দেন, সেই প্রস্তাব থেকেই এই শিক্ষানীতি তৈরি হয়।

এই শিক্ষানিতিতে ম্যাকলে প্রস্তাব করেছিলো, উপমহাদেশে আমাদের শাসনকর্ম চালাতে দোভাষী তৈরি করতে হবে, যারা স্থানীয় ভাষার সঙ্গে আমাদের ইংরেজি ভাষার যোগাযোগ করিয়ে দিবে। এই নীতির ফলে উপমহাদেশের মানুষ ইংরেজি ভাষা ও তাদের সংস্কৃতির দিকে ঝুকে পরেছিলো। এই নীতি ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থার ধ্বংস ডেকে এনেছিল।[৩] এতে দেশীয় ভাষা, সাহিত্য, প্রাথমিক বিদ্যালয়সমূহ নিস্তেজ হয়ে পড়ে।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশের শিক্ষা কমিশন || Study Press"studypress.org (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-২১ 
  2. Hasan, Rakib (২০২২-০৬-২৪)। "একনজরে বাংলাদেশের শিক্ষা কমিশনসমূহ"Fateh24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২১ 
  3. মোঃ মহসিন। "বৃটিশ আমল থেকে আজকের বাংলাদেশ পর্যন্ত যত শিক্ষা কমিশন - শিক্ষক বাতায়ন"www.teachers.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-২১