রেজ্যুমে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একজন ব্যক্তির রেজ্যুমে

রেজ্যুমে হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তিগত, শিক্ষাগত, পেশা আর যোগ্যতার তথ্য একনজরে তুলে ধরার কৌশল। এটিকে একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত বিজ্ঞাপনও বলা হয়।[১]

সিভি ও রেজ্যুমের পার্থক্য[সম্পাদনা]

রেজ্যুমে ও সিভির মূল অংশগুলো একই রকমের। তবে বেশ কিছুটা পার্থক্য রয়েছে অনেক দেশে রেজ্যুমে এবং সিভি কে আলাদা আলাদা ভাবে ধরা হয় আবার অনেক দেশে এই দুইও টাকেই একই ভাবা হয় কারণ দুইওটাই মূলত এক কাজেই ব্যবহৃত হয় থাকে। রেজ্যুমে মূলত এক বা দুই পৃষ্ঠায় লেখা হয়। অন্যদিকে সিভির লেখায় পৃষ্ঠার সীমাবদ্ধতা নেই এবং স্বাভাবিকভাবেই বিবরনগুলোও হয় তুলনামূলক বিস্তারিত, এমনকি এখানে কয়েকজন সম্মানিত ব্যক্তির নাম-ঠিকানা (রেফারেন্স) উল্লেখ করা হয়ে থাকে। সাধারণত, মধ্যম বা উচ্চস্তরের চাকুরি (ক্যারিয়ার) অথবা ফেলোশীপের জন্য সিভি লেখা হয়।[১]

জীবনবৃত্তান্ত জীবন বৃত্তান্তের সারসংকলন
সিভি মূলত (Curriculum vitae) একটি ল্যাটিন শব্দ এর ইংরেজি নাম Course of life ; বঙ্গানুবাদ হচ্ছে জীবনবৃত্তান্ত। রেজ্যুমের (resume) হচ্ছে একটি আমেরিকান ইংরেজি শব্দ এবং এর বঙ্গানুবাদে ভাবানুবাদ জীবনবৃত্তান্তের সারসংকলন ।[২]
জীবন বৃত্তান্ত হচ্ছে জীবনের যাবতীয় সব ধরনের কোর্স ও দক্ষতা, প্রকল্প ও অভিজ্ঞতার এবং আবশ্যিক কিছু ব্যক্তিগত তথ্য সমৃদ্ধ লেখা। জীবনবৃত্তান্তের সারসংকলন হচ্ছে নির্দিষ্ট চাকুরীর বিপরীতে আবশ্যিক তথ্য সংকলন যা সম্পূর্ণ জীবন বৃত্তান্ত (CV) নয়।[৩]
জীবন বৃত্তান্ত আবেদন পত্র সহ একাধিক পৃষ্ঠার হয় জীবনবৃত্তান্তের সারসংকলন প্রথম পৃষ্ঠার উপরিভাগে আবেদন পত্র এবং নিচের ভাগে জীবন বৃত্তান্তের সারসংকলন যুক্ত করে লিখতে হয় অথবা দুটি পাতার প্রথম পৃষ্ঠায় আবেদন পত্র ও জীবনবৃত্তান্তের সারসংকলন লিখতে হয়।[৪]

রেজ্যুমের গঠন[সম্পাদনা]

  • সাদা অফসেট কাগজে রেজ্যুমে তৈরি করতে হবে।
  • ওপরে আলাদা করে ‘রেজ্যুমে’র টাইটেল বা হেডিং দেওয়ার দরকার নেই।
  • ই৪ সাইজের কাগজে ইংরেজি ভাষায় টাইমস নিউ রোমান ১২ পয়েন্টের ফন্টে, বাংলা ভাষায় প্রচলিত কোনো ফন্টে ১৪ পয়েন্টে লিখতে হবে।
  • চারপাশে এক ইঞ্চি করে জায়গা ফাঁকা (মার্জিন) রাখা ভালো।
  • বাড়তি কথা লেখা যাবে না।
  • নিজের সম্পর্কে কোনো ভুল বা মিথ্যা তথ্য কখনোই ব্যবহার করা যাবে না।
  • ভাষা হবে প্রচলিত ও সহজ।[১][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিজেকে তুলে ধরুন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১৮ তারিখে,জাবেদ সুলতান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩০-০১-২০১০
  2. https://www.britannica.com/story/whats-the-difference-between-a-rsum-and-a-cv
  3. https://www.britannica.com/story/whats-the-difference-between-a-rsum-and-a-cv
  4. https://www.britannica.com/story/whats-the-difference-between-a-rsum-and-a-cv
  5. ভালো চাকরির জন্য চাই উপযুক্ত সিভি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],শাব্বীর আহমদ তামীম, দৈনিক আজাদি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৬ জুন, ২০১২ খ্রি.

বহিঃসংযোগ[সম্পাদনা]