রিচার্ড ফার্নসওয়ার্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিচার্ড ফার্নসওয়ার্থ
Richard Farnsworth
জন্ম
রিচার্ড উইলিয়াম ফার্নসওয়ার্থ

(১৯২০-০৯-০১)১ সেপ্টেম্বর ১৯২০
মৃত্যু৬ অক্টোবর ২০০০(2000-10-06) (বয়স ৮০)
লিংকন, নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণআত্মহত্যা
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, হলিউড হিলস

রিচার্ড উইলিয়াম ফার্নসওয়ার্থ (ইংরেজি: Richard William Farnsworth; ১ সেপ্টেম্বর ১৯২০ - ৬ অক্টোবর ২০০০)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও স্টান্ট। তিনি কামস আ হর্সম্যান (১৯৭৮), দ্য গ্রে ফক্স (১৯৮২), অ্যান অব গ্রিব গেবলস্‌ (১৯৮৫), মিজারি (১৯৯০), এবং দ্য স্ট্রেইট স্টোরি (১৯৯৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি কামস আ হর্সম্যানদ্য স্ট্রেইট স্টোরি ছবিতে অভিনয়ের জন্য দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন[২] এবং দ্য গ্রে ফক্সদ্য স্ট্রেইট স্টোরি ছবিতে অভিনয়ের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফার্নসওয়ার্থ ১৯২০ সালের ১লা সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন প্রকৌশলী এবং মাতা একজন গৃহিণী। সাত বছর বয়সে তার পিতা মারা যান। পরে তিনি তার মা ও দুই বোনের সাথে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠেন। মহামন্দার সময়ে ১৫ বছর বয়সে তিনি স্কুল ত্যাগ করেন এবং স্থানীয় পোলো বার্নে কাজ শুরু করেন। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি রোডিও সার্কিটে ঘোড়া চালাতেন। তার এই অভিজ্ঞতাই তাকে চলচ্চিত্রে স্টান্ট হিসেবে কাজের সুযোগ তৈরি করে দেয়।[৩] স্টান্ট হিসেবে ফার্নসওয়ার্থের প্রথম কাজ ছিল গ্যারি কুপার অভিনীত দি অ্যাডভেঞ্চার অব মার্কো পোলো (১৯৩৮)। তিনি পরে প্রতিযোগিতামূলক রোডিও সার্কিটের কাজ ছেড়ে দেন এবং চলচ্চিত্রে কাজে মনযোগী হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Richard Farnsworth"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  2. ক্লার্ক, হিদার (৭ অক্টোবর ২০০০)। "Richard Farnsworth dies of self-inflicted gunshot wound"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  3. An L.M Montgomery Resource Page। "Richard Farnsworth"। Tickledorange.com। মে ১৬, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]