রামপ্রসাদ শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামপ্রসাদ শর্মা
সংসদ সদস্য, লোকসভা
তেজপুর লোকসভা কেন্দ্র
কাজের মেয়াদ
১৬ মে ২০১৪ - ২৩ মে ২০১৯
পূর্বসূরীজোসেফ টপ্পো
উত্তরসূরীপল্লব লোচন দাস
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৫৫ (বয়স ৬৯)
বেহালি, শোণিতপুর জেলা (আসাম)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস (২০২০-)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জনতা পার্টি (২০২০ পর্যন্ত)
দাম্পত্য সঙ্গীGanga Sarmah
সন্তান1 daughter
বাসস্থানগুয়াহাটি
জীবিকাআইনজীবী

রামপ্রসাদ সরমাহ একজন আসামের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ। এর আগে ২০১৪ সালে তিনি তেজপুর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আসাম গোর্খা সম্মেলনের বর্তমান সভাপতি। তিনি গৌহাটি হাইকোর্টের একজন আইনজীবী, [১] এবং ২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তিনি তেজপুর নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হিসেবে প্রার্থী হয়েছেন যা তিনি জিতেছিলেন।[২] তিনি ১৯৮০-৮১ সালে তুরা ল কলেজ থেকে আইনে স্নাতক এবং ১৯৭৬ সালে মেন্দিপাথার কলেজ থেকে স্নাতক করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ram Prasad Sharma(Bharatiya Janata Party (BJP)):Constituency- Tezpur (Assam) - Affidavit Information of Candidate"। myneta.info। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৪ 
  2. "Sarma, Teli file nominations"Assam Times। ২০ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৪