রাজেন্দ্র সিং লোধা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজেন্দ্র সিং লোধ (মৃত্যু: ৩ অক্টোবর ২০০৮), আরএস লোধা নামেও পরিচিত, তিনি ছিলেন ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বিড়লা কর্পোরেশনের চেয়ারম্যান।

লোধা ২০০১ সালে বিড়লা কর্পোরেশনের সহ-চেয়ারম্যান হন। ২০০৪ সালের জুলাইয়ে, বিড়লা কর্পোরেশনের চেয়ারপারসন প্রিয়মবদা বিড়লা মারা যান এবং ১৯৯৯ সালে কোম্পানির পুরো সম্পদ লোধাকে অর্পণ করেছিলেন বলে প্রকাশিত হয়। লোধাও ছিলেন উইলের নির্বাহক। [১] এতে বিড়লা পরিবারের সদস্য এবং লোধা সদস্যদের মধ্যে দীর্ঘকালীন আইনি লড়াইয়ের সূত্রপাত হয়েছিল। তবুও, লোধা কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। [২]

মৃত্যু[সম্পাদনা]

লোধা ২০০৩ সালের ৩ অক্টোবর হার্ট অ্যাটাকের কারণে লন্ডনে মারা যান। [১] তাঁর দুই ছেলে ও এক মেয়ে ছিল। তার মৃত্যুর পরেও বিড়লা সম্পত্তি নিয়ে আইনি লড়াই অব্যাহত ছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dutt, Ishita Ayan (নভেম্বর ২৬, ২০১৪)। "40 years ago... and now: Birlas - A family that hit the headlines over a will"Business Standard 
  2. Heir to Priyamvada Birla’s legacy dies