যোরহাট বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যোরহাট বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠান
যোরহাট ইনষ্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি
প্রাক্তন নামসমূহ
যোরহাট বিজ্ঞান মহাবিদ্যালয়
নীতিবাক্যयोगः कर्मसु कौशलम् (excellence in action is yoga)
স্থাপিত১৯৭১
চেয়ারম্যানপি চি শৰ্মা [১]
অধ্যক্ষড. বিবেকানন্দ চৌধুরী
অবস্থান, ,
সংক্ষিপ্ত নামজিষ্ট ( JIST )
অধিভুক্তিডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়, অসম
মানচিত্র

যোরহাট বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠান, আসাম সরকার কর্তৃক ১৯৭১ সালে যোরহাট জেলাতে প্ৰতিষ্ঠা করা হয়। জেলাটির বিজ্ঞান উচ্চ শিক্ষার অন্যতম কেন্দ্ৰস্থল হলো এই প্ৰতিষ্ঠানটি।

নির্মাণ[সম্পাদনা]

উজনি অসম এর যোরহাট জেলার চটাইতে অবস্থিত এই প্ৰতিষ্ঠানটি প্ৰায় ২০০ একর ‌এলাকা জুড়ে বিস্তৃত হয়ে আছে। এটার নির্মাণ যোরহাট নগরের প্ৰায় নয় কিলোমিটার দূরত্বে অবস্থিত।

সুবিধাসমূহ[সম্পাদনা]

ছাত্ৰাবাস[সম্পাদনা]

এই বিশ্ববিদ্যালয়ে তিনটি ছেলেদের ও একটি মেয়েদের হোটেল আছে। এছাড়া মেয়েদের জন্য আরেকটা ছাত্রাবাস নিৰ্মাণ কাজ চলছে।[২]

পাঠ করা[সম্পাদনা]

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ে একটা লাইব্রেরি আছে। এখানে পাঠ্যক্ৰমের সাথে জড়িত পুথির সাথে অন্যান্য বিষয়ে প্ৰায় ১১,০০০ অধিক বই লাইব্রেরিতে আছে। এর মধ্যে বিজ্ঞান পত্ৰিকা ও দৈনিক পত্রিকা পড়ার সুবিধা আছে।

কম্পিউটার কেন্দ্ৰ[সম্পাদনা]

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্নত মানদণ্ডের একটা কম্পিউটার কেন্দ্ৰ এখানে প্ৰতিষ্ঠা করা হয়েছে। এই কেন্দ্ৰটা প্ৰয়োগশালা ও প্রকল্পের সাথে জড়িত কাজে ব্যবহার হয়।

শিক্ষা[সম্পাদনা]

বিশ্ব বিদ্যালয়টিতে নিম্নোক্ত শাখাসমূহতে শিক্ষা ও স্নাতক ডিগ্ৰী প্ৰদান করা হয়[৩]

অভিযান্ত্ৰিক পাঠ্যক্ৰম[সম্পাদনা]

বিষয় সময়কাল আসন
ইলেকট্ৰনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৪ বছর ৬০

পাঠ্যক্ৰম[সম্পাদনা]

বিষয় সময় আসন
রসায়ন বিজ্ঞান ৩ বছর
পদাৰ্থ বিজ্ঞান ৩ বছর
গণিত ৩ বছর
বেচেলর অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি ৩ বছৰ ৪০

বিভাগ[সম্পাদনা]

বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠানে নিম্নোলিখিত বিভাগগুলো আছে[৪]:

ইলেকট্ৰনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ[সম্পাদনা]

২০০৯-২০১০ বৰ্ষতে এখানে ইলেকট্ৰনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে অভিযান্ত্ৰিক পাঠ্যক্ৰম শুরু করা হয়। এর মোট আসন ৬০টি ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "যোৰহাট বিজ্ঞান মহাবিদ্যালয়ৰ"। সংগ্রহের তারিখ আগস্ট ১২, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "মহাবিদ্যালয়ৰ ছাত্ৰাবাসৰ সুবিধাসমূহ" (অসমীয়া ভাষায়)। সংগ্রহের তারিখ আগস্ট ১২, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পাঠ্যক্ৰম"। মে ১০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১২, ২০১২ 
  4. "যোৰহাট বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠানৰ বিভাগসমূহ" (অসমীয়া ভাষায়)। মে ১০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১২