মোপিন উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোপিন উৎসব ( Mopin Festival) একটি কৃষিপ্রধান উৎসব। এই উৎসব মূলতঃ ভারতের অরুণাচল প্রদেশ-এর গালো উপজাতিদের দ্বারা উদযাপিত হয়। [১] মার্চ-এপ্রিল মাসে ফসল কাটার সময় এই উৎসব পালন করা হয়। গালো উপজাতিরা এই মাস দুটিকে "লুমি" এবং "লুকি" বলে।[২] এই উৎসব দিয়ে গালো উপজাতিদের নতুন বছরের সুচনা হয়।

মোপিন উৎসবে নৃত্য
হিমালয়ান বিশ্ববিদ্যালয়ে মোপিন উৎসব ২০১৭ সালের ৫ এপ্রিল

উদ্‌যাপন[সম্পাদনা]

সরকারীভাবে মোপিন উৎসবের নির্ধারিত তারিখ ৫ এপ্রিল। তবে উদ্‌যাপনের প্রস্তুতি শুরু হয়ে যায় ২ এপ্রিল থেকে। ৫ এপ্রিল মূল অনুষ্ঠান হয়। ৭-৮ এপ্রিল ধানের ক্ষেত পরিদর্শনের পর এই উৎসবের পরিসমাপ্তি হয়। ক্ষেত পরিদর্শনের অনুষ্ঠানকে রিগা আলো ( RIGA ALO) বলে। তবে গ্রামের দিকে উদ্‌যাপনটি এক মাস আগেই শুরু হয়ে যায়।  

গালো উপজাতিরা বিশ্বাস করেন মোপিন উৎসব সমস্ত পরিবার এবং পুরো সম্প্রদায়ের ধন ও সমৃদ্ধি বয়ে আনে। তাদের বিশ্বাস এই উৎসব উদ্‌যাপনের রীতিনীতিগুলি কুপ্রভাব দূরে সরিয়ে দিয়ে সমস্ত মানবজাতির জন্য আশীর্বাদ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে।[১]

এই উৎসবের প্রধান দেবীর নাম মোপিন অ্যানে (Mopin Ane)। গালো উপজাতিদের কাছে এই দেবী বিশেষ মর্যাদা পান। তাদের বিশ্বাস এই দেবী উর্বরতা ও সমৃদ্ধি এনেছেন।  

মোপিন উৎসবের সময় গালো উপজাতিরা তাদের ঐতিহ্যবাহী সাদা পোশাক পরেন। অপুং/পোকা(Apung/Poka ) নামে পরিচিত জনপ্রিয় একটি অ্যালকোহলযুক্ত স্থানীয় পানীয় (যা গাঁজানো ভাত থেকে তৈরি) সাধারণত বাঁশের কাপে করে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয়। ভাতের সঙ্গে মাংস ও বাঁশের অঙ্ক‌ুর দিয়ে তৈরি এক ধরনের খাবারও পরিবেশন করা হয়, যা আমিন নামে পরিচিত।

মোপিন উৎসবে অংশগ্রহণকারীরা এট(Ette) নামে একটি চালের ময়দা একে অন্যের মুখে লাগায়।[২] যেহেতু ভাত গালো উপজাতিদের প্রধান খাদ্য তাই এই প্রথাকে একটি পবিত্র আচার হিসাবে বিবেচনা করা হয়, যা সামাজিক ঐক্য, পবিত্রতা এবং ভালবাসার প্রতীক।[৩]

 এই উৎসবে অংশগ্রহণকারীরা এই অনুষ্ঠানে পোপির (Popir) নামে একটি স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে।[২]

১৯৬৬ সাল থেকে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার আলং শহরে একটি কমিটি মোপিন উৎসবের আয়োজন করে চলেছে। সেখানে এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ উপজাতিদের এই সংস্কৃতি উদ্‌যাপন ও সংরক্ষণের জন্য একত্রিত হন। ২০১৬ সালের ৫ এপ্রিল মোপিন উৎসব অনুষ্ঠিত হয়েছিল।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Attending the Mystical Mopin Festival in Aalo, Arunachal Pradesh" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-০৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১২ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০ 
  3. "Mopin Festival of Arunachal Pradesh"। ২০১৬-০৪-০৫। ২০১৬-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১২ 
  4. "Archived copy"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৯