মুখী গোবিন্দরাম প্রীতমদাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুখী গোবিন্দরাম প্রীতমদাস ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। গোবিন্দরাম হায়দরাবাদ থেকে আসা এক বণিক ছিলেন। [১] ১৯৩৭ সালের নির্বাচনে তিনি সিন্ধু আইনসভায় একটি আসন পেয়েছিলেন। [২] আইনসভায় নির্বাচিত হওয়ার আগে তিনি পনেরো বছর হায়দরাবাদ পৌর কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি বিভিন্ন সমাজকল্যাণ সংস্থারও সভাপতিত্ব করেছিলেন। [১]

গোবিন্দরাম বিধানসভায় সিন্ধ হিন্দু মহাসভার নেতা ছিলেন। নির্বাচনের পরে তিনি গোলাম হুসেন হিদায়েতুল্লাহর মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। [১]

তিনি ১৯৪৬ সালের সিন্ধু আইনসভায় (যা মার্চ থেকে সেপ্টেম্বর ১৯৪৬ এর মধ্যে পরিচালিত হয়েছিল) উর্ধ সিন্ধু, সীমান্ত জেলার প্রতিনিধিত্ব করেছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৪ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০ 
  2. http://www.pas.gov.pk/uploads/downloads/mpas_1st_assembly.pdf
  3. http://www.pas.gov.pk/uploads/downloads/mpas_2nd_assembly.pdf