মাহফুজুর রহমান (নির্বাচন কমিশনার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহফুজুর রহমান
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি
বাংলাদেশের নির্বাচন কমিশনের কমিশনার
কাজের মেয়াদ
১৫ জানুয়ারি ২০০৬ – ১ ফেব্রুয়ারি ২০০৭
নিয়োগদাতাইয়াজউদ্দিন আহম্মেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৫-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯৩৫
মৃত্যু৫ মে ২০১৬(2016-05-05) (বয়স ৮১)
শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়

মাহফুজুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের একজন কমিশনার ছিলেন।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

মাহফুজুর রহমান কুমিল্লায় খান বাহাদুর সিদ্দিকুর রহমানের ঘরে ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।[১] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৫৯ এবং ১৯৬২ সালে শিল্প ও আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

মাহফুজুর রহমান ১৯৬৩ সালে ঢাকা হাইকোর্টের আইনজীবী হন।[১]

১৯৮০ সালে, মাহফুজুর রহমান আপিল বিভাগের আইনজীবী হন।[১] পরবর্তীতে মাহফুজুর রহমানকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।[১]

মাহফুজুর রহমান ২০০১ সালে গঠিত প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।[১]

মাহফুজুর রহমানকে ২০০৬ সালের ১৫ জানুয়ারিতে, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করেন।[২] একই বছরের নভেম্বরে তিনি বাংলাদেশের অস্থায়ী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন।[৩][৪]

২০০৭ সালের ১ ফেব্রুয়ারি, মাহফুজুর রহমান অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে পদত্যাগ করেন।[৫]

মৃত্যু[সম্পাদনা]

২০১৬ সালের ৫ মে মাহফুজুর রহমান ঢাকার মোহাম্মদপুরে মৃত্যুবরণ করেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Life sketch of Justice Mahfuzur Rahman"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  2. bdnews24.com। "Justice Mahfuzur Rahman, SM Zakaria new Election Commissioners, 1st Ld"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  3. "Justice Mahfuzur Rahman Assumes Responsibility of New Acting CEC"ভিওএ। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  4. "The Tribune, Chandigarh, India - Main News"www.tribuneindia.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  5. "The Daily Star Web Edition Vol. 5 Num 950"archive.thedailystar.net। ২০২২-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  6. sun, daily। "Justice Mahfuzur Rahman passes away | Daily Sun"daily sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০