মানস মুকুল পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানস মুকুল পাল
জন্ম (1987-08-25) ২৫ আগস্ট ১৯৮৭ (বয়স ৩৬)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা, গীতিকার, লেখক, সাউন্ড ডিজাইনার
কর্মজীবন২০১৬ - বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
সহজ পাঠের গপ্পো
পিতা-মাতামনোরঞ্জন পাল (পিতা)
ছন্দা পাল (মাতা)
পুরস্কারজাতীয় পুরস্কার

ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব
পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার (বর্ষসেরা চলচ্চিত্র সম্মান)

মানস মুকুল পাল (জন্ম: ২৫ শে আগস্ট, ১৯৮৭) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার, যিনি মূলত বাংলা চলচ্চিত্রে কাজ করেন। তিনি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সহজ পাঠের গপ্পো পরিচালনার পরই খ্যাতি অর্জন করেন।[১][২][৩] তাঁর এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে খুবই সফল হয়। তিনি তাঁর দ্বিতীয় চলচ্চিত্রে স্বাধীনতা সগ্রামী দীনেশ গুপ্তের জীবনী তুলে ধরতে চলেছেন।[৪][৫][৬]

শিক্ষাজীবন[সম্পাদনা]

মানস মুকুল ২০০৫ খ্রিস্টাব্দে বারাসাত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে বিদ্যালয় পাঠ সমাপ্ত করেন এবং বারাসত গভর্নমেন্ট কলেজে ভর্তি হন।

কর্মজীবন[সম্পাদনা]

পরিচালক হিসাবে তাঁর প্রথম চলচ্চিত্র সহজ পাঠের গপ্পো ২০১৬ খ্রিস্টাব্দে মুক্তি পায়।[৭][৮] এই চলচ্চিত্রটির সাফল্য তাঁকে উষ্ণ সমালোচনামূলক অভ্যর্থনা প্রদানে সক্ষম হয়েছে। এই চলচ্চিত্র গত তিন দশকের একমাত্র চলচ্চিত্র যা সেরা শিশু অভিনেতা বিভাগে (২০১৬) জাতীয় পুরস্কার অর্জন করেছে। এই চলচ্চিত্রের জন্য তিনি ২০১৮ খ্রিস্টাব্দে সেরা নতুন পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে দুটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন।[৯] ২০১৭ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত সহজ পাঠের গপ্পো চলচ্চিত্রের জন্য তিনি দ্বিতীয় পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার অনুষ্ঠানে সেরা প্রতিশ্রুতিবদ্ধ পরিচালক এবং সেরা সাউন্ড ডিজাইনারের সম্মানে ভূষিত হন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ খ্রিস্টাব্দে তাঁকে সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে ভূষিত করেন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

পরিচালক হিসেবে[সম্পাদনা]

বছর চলচ্চিত্র পরিচালক লেখক চিত্রনাট্য
২০১৬ সহজ পাঠের গপ্পো হ্যাঁ না হ্যাঁ
২০১৯ বায়োপিক অফ দীনেশ চন্দ্র গুপ্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Manas Mukul Pal" 
  2. "Manas Mukul Pal in IMDB" 
  3. "Lasting impression of wisdom and warmth - The Statesman"The Statesman (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮ 
  4. "Manas Mukul Pal to make bio-pic on Dinesh Gupta"Sangbad Pratidin (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-০২। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১১ 
  5. "Details"www.epaper.eisamay.com। ২০১৮-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮ 
  6. "A biopic on Bengal's bravest freedom fighter Dinesh Gupta - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮ 
  7. "A Portrait of Hope"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-১১-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১১ 
  8. "Why did 'Sahaj Pather Goppo' give Oscar competition a miss? - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮ 
  9. "Filmfare awards 2018 (East)"