মহানদী কোলফিল্ডস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহানদী কোলফিল্ডস লিমিটেড (এমসিএল)
ধরনভারতের সরকারি প্রতিষ্ঠানসমূহ(পিএসইউ)
শিল্পকয়লা খনন
প্রতিষ্ঠাকাল১৯৯২
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
ভারত
প্রধান ব্যক্তি
শ্রী ও পি সিং
(চেয়ারম্যান ও এমডি-অতিরিক্ত দায়িত্ব)
পণ্যসমূহবিটুমিনাস কয়লা
আয়Up-arrow২৩,৬১৯.৯৪ কোটি (US$ ২.৮৯ বিলিয়ন)(অর্থবর্ষ ২১)
Up-arrow ৯,৩১৬.৭৯ কোটি (US$ ১.১৪ বিলিয়ন)(অর্থবর্ষ ২১)
Up-arrow ৬,৮৭২.৩৫ কোটি (US$ ৮৪০.০৩ মিলিয়ন) (অর্থবর্ষ ২১)
মোট সম্পদUp-arrow৮,২৩২.১৫ কোটি (US$ ১.০১ বিলিয়ন) (অর্থবর্ষ ২১)
মালিকভারত সরকার
কর্মীসংখ্যা
২২,৩৫২ (১ এপ্রিল ২০১৯)
ওয়েবসাইটwww.mahanadicoal.in

মহানদী কোলফিল্ডস লিমিটেড (এমসিএল) হল ভারতের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী কোম্পানি। এটি কোল ইন্ডিয়া লিমিটেডের আটটি সহযোগী সংস্থার মধ্যে একটি। মহানদী কোলফিল্ডস লিমিটেডকে ১৯৯২ সালে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড থেকে পৃথক করে তৈরি করা হয়েছিল, যার সদর দপ্তর সম্বলপুরে ছিল। ওডিশা জুড়ে সংস্থার কয়লা খনিগুলি রয়েছে।[১][২][৩] এই সংস্থার অধীনে মোট সাতটি খোলামুখ খনি ও তিনটি ভূগর্ভস্থ খনি রয়েছে।[৩][৪]

যৌথ উদ্যোগ হিসাবে বেসরকারি সংস্থাগুলির সাথে এমসিএল-এর দুটি সহায়ক সংস্থা রয়েছে। এই কোম্পানি দুটি হল এমজেএসজে কোল লিমিটেড[৫] ও এমএনএইচ শক্তি লিমিটেড।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]