মহাকর্ষ (চিত্রকর্ম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাকর্ষ
শিল্পীমাউরিৎস কোর্নেলিস এশ্যর
বছরজুন, ১৯৫২
ধরনলিথোগ্রাফজলরঙ
আয়তন২৯.৭ সেন্টিমিটার × ২৯.৭ সেন্টিমিটার (১১.৭ ইঞ্চি × ১১.৭ ইঞ্চি)

মহাকর্ষ(ইংরেজি: Gravitation) (অভিকর্ষ নামেও পরিচিত) ওলন্দাজ চিত্রকর মাউরিৎস কোর্নেলিস এশ্যরের মিশ্রমাধ্যমে তৈরী চিত্রকর্ম। ১৯৫২ সালের জুনে[১] সৃষ্ট চিত্রটি প্রথমে সাদা-কালো লিথোগ্রাফে মুদ্রিত হয়েছিল, পরবর্তিতে এশ্যর নিজহাতে জলরঙের ব্যবহারে চিত্রটি রঞ্জিত করেছিলেন।[২]

বর্ণনা[সম্পাদনা]

চিত্রে এশ্যর ছোট তারকাকার ডোডেকাহেড্রন নামে পরিচিত একটি অ-উত্তল নিয়মিত বহুতলক অঙ্কন করেছেন।[৩] প্রতি তলে ট্রাপিজিয়াম সদৃশ্য দ্বারপথ আছে। এই দ্বারপথ দিয়ে বারো(১২) টি খোলসবিহীন কচ্ছপের মাথা ও পা বাহিরে প্রসারিত। কচ্ছপগুলো এই বহতলককে তাদের সবার একটি সাধারণ খোলস রূপে ব্যবহার করছে। এই ছয় জোড়া কচ্ছপ লাল, কমলা, হলুদ, ম্যাজেন্টা, সবুজ এবং আকাশী নীল রঙে রঙ্গিন। প্রতিটি কচ্ছপ, একই রঙের কচ্ছপের বিপরীত বাহুতে অবস্থিত।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Most Popular"M.C. Escher - The Official Website (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪ 
  2. লোশার ২০০০
  3. Barnes, John (২০১২)। Gems of Geometry (2nd সংস্করণ)। Springer। পৃষ্ঠা 46 

গ্রন্থসূত্র

  • লোশার, জে এল (২০০০)। The Magic of M. C. Escher। হ্যারি এন আব্রাহাম ইঙ্ক। আইএসবিএন 0-8109-6720-0